হোম > খেলা > ক্রিকেট

‘সাকিবিয়ান-তামিমিয়ান’ বিভক্তি দেশের ক্রিকেটকে ধ্বংস করছে: তামিম

আজকের পত্রিকা ডেস্ক­

দেশের ক্রিকেটে ‘সাকিবিয়ান-তামিমিয়ান’ বিভক্তি চান না তামিম। ছবি: বিসিবি

‘সাকিবিয়ান’, ‘তামিমিয়ান’ বিভক্তিই বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করছে বলে মনে করেন তামিম ইকবাল।

টানা দ্বিতীয়বারের মতো ফরচুন বরিশালের হয়ে শিরোপা জয়ের পর বললেন, ‘সাকিবিয়ান’ কিংবা ‘তামিমিয়ান’ নয়, সমর্থক হিসেবে সবাই বাংলাদেশের। জাতীয় দলের সাবেক অধিনায়কের ভাষায়, ‘সাকিবিয়ান, তামিমিয়ান, মাশরাফিয়ান কিছু নেই। সবার একটিই পরিচয়—সবাই বাংলাদেশের সমর্থক। এ ধরনের বিভক্তি বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে। তাই দয়া করে এসব বন্ধ করুন।’

তামিম আরও বলেন, ‘আপনি আমার ভক্ত হতে পারেন, সাকিব আল হাসানের ভক্ত হতে পারেন, মাশরাফি বিন মর্তুজার ভক্ত হতে পারেন। কিন্তু যখন আমরা খেলি, তখন আমরা বাংলাদেশি। এসব বিভক্তি বন্ধ হওয়া উচিত; কারণ, এটি তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করছে। এটাই আমার শেষ বার্তা। আমরা সবাই বাংলাদেশি, আর কিছু না। তাই দলকে সমর্থন করুন।’

বাংলাদেশ দলটিকে তরুণ আখ্যা দিয়ে তামিম আরও বললেন, ‘এটি খুবই তরুণ একটা দল। তারা ভুল করবে, তারা ব্যর্থ হবে। কিন্তু এটাই আপনার দল। কোনো ব্যক্তি নয়, এখানে শুধুই একটি দল। আর সেটি হলো বাংলাদেশ।’

বিপিএলে থাকছে না উদ্বোধনী অনুষ্ঠান

আইপিএলে রেকর্ড দামে বিক্রি হওয়ার পরদিনই মোস্তাফিজের দুর্দান্ত বোলিং

বিপিএলে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ফুডি

মোস্তাফিজের প্রশংসায় ভারতের সাবেক অধিনায়ক

মোস্তাফিজের এনওসি নিয়ে কী বললেন বিসিবি সভাপতি

সেমিফাইনালে পাকিস্তানকে পেল বাংলাদেশ

ইতালিকে বিশ্বকাপে নিয়ে বাদ পড়লেন এই ক্রিকেটার

আইসিসি রেটিংয়ে আফ্রিদির আরও কাছে ভারতীয় স্পিনার

দারুণ শুরুর পরও লঙ্কানদের বড় লক্ষ্য দিতে পারল না বাংলাদেশ

ফেরার ম্যাচে সেঞ্চুরি মিসের আক্ষেপ খাজার, তবে...