হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে এসেই দুর্দান্ত নাসিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা ষষ্ঠ ম্যাচে হারল ঢাকা ডমিনেটরস। সাত ম্যাচ খেলে মাত্র এক জয়। পয়েন্ট টেবিলে সবার নিচে থাকা এই দলের সেরা চারের দৌড়ে থাকাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ৬০ রানে হেরেছে ঢাকা।

বিপিএল খেলতে গতকাল বাংলাদেশে এসেছেন পাকিস্তানের নাসিম শাহ। আজই কুমিল্লার হয়ে রঙিন অভিষেক হয়ে গেল পাকিস্তানি পেসারের। প্রথম ম্যাচেই নাসিম আলোয় আলোকিত হলো কুমিল্লা। ঢাকার বিপক্ষে প্রথম ম্যাচেই ৪ ওভারে ১২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন পাকিস্তানি পেসার। এখন পর্যন্ত এই বিপিএলে এটাই সেরা বোলিং ফিগার। 

টস হেরে ঢাকার আমন্ত্রণে আগে ব্যাটিং করে কুমিল্লা। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৪ রান করে তারা। কোনো ফিফটি না থাকলেও ছোট ছোট ইনিংসে চ্যালেঞ্জিং সংগ্রহ পায় কুমিল্লা। জনসন চার্লস সর্বোচ্চ ২৫ বলে ৩২ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া খুশদিল শাহ ৩০, লিটন দাস ২০, ইমরুল কায়েস ২৮ ও জাকের আলী ২০ রান করেছেন। ঢাকার হয়ে নাসির হোসেন ৩ ওভারে ১৯ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। 

১৬৫ রানের লক্ষ্য তাড়ায় ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান করতে পারে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন উসমান ঘানি। নাসিমের ৪ উইকেট ছাড়াও ২ উইকেট নিয়েছেন তাঁর জাতীয় দলের সতীর্থ খুশদিল। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ সেরাও হয়েছেন নাসিম শাহ।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ