সকালের রোদ দেখে হোটেলে বসে হয়তো স্বস্তি পেয়েছিলেন সাকিব আল হাসান। দিনের প্রথম ম্যাচেই যে টেবিলের শীর্ষে ওঠার লড়াইয়ে সিলেট সানরাইজার্সের মুখোমুখি হবে তাঁর দল। এর আগে গতকাল রাতের বৃষ্টিতে কুমিল্লার কাছে অসহায় পরাজয় বরণ করতে হয়েছিল চট্টগ্রামের। সেই ঝামেলাই হয়তো পেছনে ফেলে জয়ের জন্য প্রস্তুতিও নিয়ে রেখেছিলেন তিনি। কিন্তু বেরসিক বৃষ্টিতে থেমে আছে সাকিবদের শীর্ষে ওঠার লড়াই।
শুক্রবার সকালের দিকে রোদের দেখা মিললেও দুপুর গড়াতেই আকাশ কালো মেঘে ঢেকে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয় বৃষ্টি। বৃষ্টি চলমান থাকায় ফরচুন বরিশাল ও সিলেট সানরাইজার্সের মধ্যকার ম্যাচের টস নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হয়নি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শের-ই-বাংলায় বৃষ্টি ঝরছে। উইকেট ঢেকে রাখা হয়েছে কাভারে। হালকা বৃষ্টি পড়ছে। বৃষ্টি বন্ধের পর ম্যাচ অফিশিয়ালরা মাঠ পর্যবেক্ষণ করে নতুন করে শুরুর সময় জানাবেন।
বিপিএলে দারুণ ছন্দে রয়েছে সাকিবের বরিশাল। ঢাকায় প্রথম পর্বে হারলেও চট্টগ্রাম পর্ব থেকে জয়ের ধারায় আছে দলটি। ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। অন্যদিকে ৫ ম্যাচে ১ জয়ে সিলেটের অবস্থান তলানিতে।