হোম > খেলা > ক্রিকেট

থাইল্যান্ডকে উড়িয়ে শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবারের এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। শুরুটাও হয়েছে চ্যাম্পিয়নের মতোই। টুর্নামেন্টের ও নিজেদের প্রথম ম্যাচে থাই মেয়েদের একপ্রকার উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৯ উইকেটের বড় ব্যবধানের জয়ে এশিয়া কাপ শুরু হলো টুর্নামেন্টের স্বাগতিকদের।

টস জিতে আগে ব্যাটিং করে বাংলাদেশের স্পিনারদের তোপে ৮২ রানে অলআউট হয় থাইল্যান্ড। ১২ ওভারের মধ্যে লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। থাইল্যান্ড বোলারদের ওপর ঝড় বইয়ে দেন বাংলাদেশ ওপেনার শামীমা সুলতানা। এক রানের জন্য ফিফটি হাতছাড়ার হতাশা নিয়ে ফিরলেও ততক্ষণে দলের জয় অনেকটা নিশ্চিত হয়ে গেছে।

৩০ বলে ৪৯ রানের ইনিংসে ১০টি চার মারেন শামীমা। মজার ব্যাপার হচ্ছে, থাইল্যান্ডের পুরো ইনিংসেই চারের মার ৫টি। শামীমার অমন আক্রমণাত্মক ইনিংসের সময় আরেক প্রান্তে রয়েসয়ে ছিলেন ফারজানা হক পিংকি। শামীমার আউটের পর অধিনায়ক নিগার সুলতানার সঙ্গে ম্যাচ শেষ করে আসেন পিংকি। ২৯ বলে ২৬ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ছক্কা মেরে ম্যাচের ইতি টানা নিগার সুলতানা অপরাজিত ছিলেন ১০ রানে।

বোলিংয়েও বাংলাদেশের বোলারদের সামলাতে হিমশিম খেয়েছেন থাইল্যান্ড মেয়েরা। ২টি করে উইকেট নেন সানজিদা আক্তার ও সোহেলী আক্তার। তবে দিনের সেরা বোলার লেগ স্পিনার রুমানা আহমেদ। ৩ ওভারে ৯ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রুমানা।

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড