হোম > খেলা > ক্রিকেট

দেরিতে মাঠে এল রাজশাহী কিন্তু বিদেশিরা কি খেলবেন

আজকের পত্রিকা ডেস্ক­

মাঠে আসার আগে হোটেল থেকে এ রকম একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন এনামুল হক বিজয়। ছবি: বিজয়ের ফেসবুক থেকে নেওয়া

আজ আবার আলোচনায় দুর্বার রাজশাহী। এবারও সেই পারিশ্রমিক ইস্যু। বেঁকে বসেছেন বিদেশি ক্রিকেটাররা, পারিশ্রমিক বুঝে না পেলে আজ সন্ধ্যায় তাঁরা রংপুরের বিপক্ষে ম্যাচ খেলবেন না—বিষয়টি নিয়ে আজ দুপুরে আজকের পত্রিকায় একটি প্রতিবেদনও প্রকাশ হয়েছে। তাঁদের ম্যাচ বয়কটের হুমকি শেষ পর্যন্ত সত্যি হয় কি না, এমন সংশয় দেখা দেয় বিকেলেও।

প্রতিপক্ষ রংপুর রাইডার্স যেখানে নিয়ম মেনে খেলা শুরুর দুই ঘণ্টা আগে চলে এসেছে, সেখানে দুর্বার রাজশাহীর দেখা নেই! বিকেল ৫টার দিকে, রংপুর মাঠে আসার প্রায় ১ ঘণ্টা পর স্টেডিয়ামে প্রবেশ করে রাজশাহী দল। ম্যাচের আগে গা গরমের অনুশীলনে মাঠে উপস্থিত বিদেশিদের মধ্যে শুধু কোচ এজাজ আহমেদকেই দেখা গেল। প্রধান কোচ এজাজ আহমেদ এলেও বাকি বিদেশি কোচিং স্টাফরা আসেননি।

হোটেল ওয়েস্টিনের সামনে আজ সকালে দেখা যায় রাজশাহীর ক্রিকেটারদের ব্যাগপত্তর পড়ে আছে সিঁড়িতে। কাল গভীর রাতে আকস্মিকভাবে দুর্বার রাজশাহীর ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয় হোটেল বদলের কথা। ম্যাচের কয়েক ঘণ্টা আগে টিম হোটেল বদলে দলের খেলোয়াড়েরা বিরক্ত, হতাশ। একই সঙ্গে দুর্বার রাজশাহীর পেশাদারি নিয়ে ফের উঠেছে প্রশ্ন। বিপিএল ২০২৫ শুরু হওয়ার পর থেকেই বিতর্কিত দুর্বার রাজশাহী। বকেয়া পারিশ্রমিকের ইস্যুটা আঁটার লেগেই আছে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে। চট্টগ্রামে অনুশীলন বাতিলের ঘটনার পর এবার চরম অসন্তুষ্টি কাজ করছে তাদের বিদেশি ক্রিকেটারদের মধ্যেও।

সকালে রাজশাহীর এক বিদেশি ক্রিকেটার আজকের পত্রিকাকে বলেছেন, ‘বিপিএল শেষ হয়ে যাচ্ছে, এখন আমাদের হাতে একটি চুক্তিপত্র এল, কিন্তু টাকা-পয়সার বিষয়টার সুরাহা এখনো হয়নি। ভবিষ্যতে এখানে খেলতে আসার আগে খুব ভেবে সিদ্ধান্ত নেব।’ আরেকজন বিদেশি ক্রিকেটার জানিয়েছেন, তাঁদের কাছে পারিশ্রমিকের বিষয়টি পরিষ্কার নয়, এই পরিস্থিতিতে খেলা চালিয়ে যাওয়া কঠিন বলে তিনি মনে করেন।

আরও পড়ুন:

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ