হোম > খেলা > ক্রিকেট

উগান্ডার কাছেও হারে জিম্বাবুয়ে

লক্ষ্য ১৩৭ রানের। সেটি সহজেই পেরিয়ে গেল উগান্ডা। পেল এক ঐতিহাসিক জয়ও। ৫ বল হাতে রেখে তাদের ৫ উইকেটের এই জয় যে জিম্বাবুয়ের বিপক্ষে! সেটিও প্রথম সাক্ষাতে। জিম্বাবুয়েনদের একসময় বড় বড় দলকে হারানোর ইতিহাস আছে! কিন্তু এখন যে তারা ঢাল-তলোয়ারহীন যোদ্ধা। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে জয় তো আনন্দের হবেই। ম্যাচ শেষে সেই জয়ের উচ্ছ্বাসেই ভাসলেন উগান্ডার খেলোয়াড়েরা। 

নামিবিয়ায় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাছাইপর্বে আফ্রিকান অঞ্চলে লড়ছে সাত দল। সেখানেই এই চমক দেখাল উগান্ডা। উইন্ডহোকের ইউনাইটেড ক্রিকেট ক্লাব ক্লাব গ্রাউন্ডে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৩৬ রান করে জিম্বাবুয়ে। প্রথম ওভারের দ্বিতীয় বলে ওপেনার তাদিওয়ানশে মারুমানিকে হারায় তারা। স্কোরবোর্ডে তখনও কোনো রান জমা হয়নি। 

আরেক ওপেনার ইনোসেন্ট কাইয়ার (২৩) সঙ্গে জুটি গড়ে সেই চাপ সামাল দেন শন উইলিয়ামস (২১)। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ অধিনায়ক সিকান্দার রাজা ৩৯ বলে খেলেন ৪৮ রানের ইনিংস। রায়ান বার্ল করেন ১৩ রান। পরের ব্যাটারদের আর কেউ দুই অঙ্কের রানের দেখা পানি। উগান্ডার হয়ে ৩ উইকেট নেন দীনেশ নাকরানি। 

লক্ষ্য তাড়ায় শুরুতে বিপদে পড়েছিল উগান্ডাও। স্কোরবোর্ডে ১২ রান জমা হতেই তারা হারায় ২ উইকেট। তবে উইকেটরক্ষক রজার মুকাসা (২৩), আলপেশ রামজানি (৪০), রিজাত আলী শাহ (৪২) ও নাকরানির অপরাজিত ১৪ রানের সুবাদে জয়ের বন্দরে পৌঁছে যায় উগান্ডা। এই জয়ে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে খেলার আশা বাঁচিয়ে রাখল তারা। 

তবে তিন ম্যাচের মধ্যে ২ হারে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কায় পড়ে গেল জিম্বাবুয়ে। দুই পয়েন্ট নিয়ে তালিকার চারে রাজারা। ৪ পয়েন্ট নিয়ে তিনে উগান্ডা। সমান ম্যাচে সমান ৬ পয়েন্ট নিয়ে তাদের উপরে আছে নামিবিয়া ও কেনিয়া।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল