হোম > খেলা > ক্রিকেট

সুরক্ষাবলয় ভেঙেছে, মানছেন না সৌরভ গাঙ্গুলী

ঢাকা: আইপিএল স্থগিত হওয়ার পরও ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) শুনতে হচ্ছে অনেক সমালোচনা। জৈব সুরক্ষাবলয়ের মধ্যে থেকে কীভাবে খেলোয়াড়, কর্মচারীরা করোনায় আক্রান্ত হলেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কিন্তু সৌরভ গাঙ্গুলী তা মানতে নারাজ।

আইপিএলের চার ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়, কর্মচারী করোনা আক্রান্ত হওয়ার পরই গত মঙ্গলবার টুর্নামেন্ট স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিসিআই। অনেকেই তখন জৈব সুরক্ষাবলয় নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সৌরভ বলেছেন ভিন্ন কথা। এ নিয়ে বিসিসিআই সভাপতির যুক্তি, ‘আমি তা মনে করি না। যে প্রতিবেদন আমরা পেয়েছি তাতে জৈব সুরক্ষাবলয় ভাঙার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে কীভাবে এটা ঘটেছে তা বলা মুশকিল।’

সুরক্ষাবলয়ের সাফাই গাইতে গিয়ে সৌরভ উদাহরণ টেনেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারদের কোভিড পজিটিভ হওয়ার ঘটনা। তিনি বলছেন, ‘করোনা নিয়ন্ত্রণ করা খুব একটা সহজ কাজ নয়। ইংলিশ প্রিমিয়ার লিগ যখন চলছিল, সেখানেও একই ঘটনা ঘটেছিল। ম্যানচেস্টার সিটি, আর্সেনালের খেলোয়াড়েরা আক্রান্ত হয়েছিল।’

স্থগিত হওয়া আইপিএলের নতুন সূচি কখন হতে পারে, এটি নিয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি সৌরভ। বিসিসিআই সভাপতি জানিয়েছেন, সামনে অনেক ব্যস্ত সূচি। এখন নতুন করে সূচি করা অনেক কঠিন।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ