হোম > খেলা > ক্রিকেট

স্বার্থপর হতে চাননি তামিম

অধিনায়কত্ব ছেড়ে খেলোয়াড় হিসেবে থাকার সিদ্ধান্ত গতকাল নিয়েছেন তামিম ইকবাল। দলের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

৬ জুলাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম। পরের দিনই প্রধানমন্ত্রীর অনুরোধে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। ওয়ানডেতে অধিনায়ক তামিম থাকবেন কি না, সেই আলোচনা চলছিল গত এক মাস। গতকাল বিসিবির সঙ্গে জরুরি বৈঠকে তিনি ওয়ানডে দলের অধিনায়কত্ব ছেড়েই দিয়েছেন। স্বার্থপর হতে চাননি দেখে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত তামিম নিয়েছেন, ‘এটা খুবই স্বার্থপর কাজ হতো যদি অধিনায়ক হিসেবে থেকে যেতাম। যারা আমাকে চেনেন, জানেন, নিজের ওপরে দলকে রাখি।’ 

হাইব্রিড মডেলে ২০২৩ এশিয়া কাপ শুরু হচ্ছে ৩০ আগস্ট। আর এশিয়া কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট। পুরোপুরি সেরে না ওঠায় এশিয়া কাপে খেলছেন না তামিম। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় জরুরি সভায় তামিমের চিকিৎসার ব্যাপারে  ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সাংবাদিকদের বলেন, ‘তামিমের যে চোটের ইস্যু আছে, তাতে সে প্রায় এক বছর ধরেই ভুগছে। চিকিৎসা করিয়েছে। সম্প্রতি যে লন্ডনে ধরা পড়েছে যে তার কোমড়ের এল ফোর এবং এল ফাইভ অংশে ত্রুটি ধরা পড়েছে। সেখান থেকে ব্যাথা হয়। সেখানে ইনজেকশনের একটা অপশন ছিল সেখানে নার্ভটা ব্লক করে দুই দিন তারা দেখেছে ইনজেকশনের প্রভাব কি থাকে। এরপরও কিছু ব্যাথা ছিল। এরপর দ্বিতীয় ইনজেকশন দেওয়ার ফলে আরও দুইদিন অপেক্ষা করতে হয়। এরপর কিছু ব্যাথা কমেছে।এখন যে চিকিৎসা সেটা হল ২৮ জুলাই থেকে দুই সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। এখানে কাল (আজ) পর্যন্ত এক সপ্তাহ পুরোপুরি বিশ্রাম। এরপর ১১ তারিখ পর্যন্ত হালকা রিহ্যাব। দুই সপ্তাহ এখানে চলে যাবে। খেলার মতো না হলেও তাকে নিয়ে আস্তে আস্তে কাজ করা হবে। এই সময়ে আরও দুই সপ্তাহ চলে যাবে তার নেটে আসতে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক