হোম > খেলা > ক্রিকেট

আড়াই বছর পর ব্যাটিংয়ে নামতে গিয়ে হতভম্ব চাহাল

বোলার হওয়ায় ব্যাটিংয়ে নামার সুযোগ এমনিতে কম পান যুজবেন্দ্র চাহাল। সর্বশেষ প্রায় আড়াই বছর আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ব্যাটিংয়ে নেমেছিলেন তিনি। এরপর গতকাল ব্যাটিংয়ে নামার সুযোগ পান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নামতে গিয়ে একটা হতভম্বেই পড়ে গিয়েছিলেন ভারতীয় লেগ স্পিনার। 

৯ম ব্যাটার হিসেবে আর্শদীপ সিংয়ের সঙ্গী হতে মাঠে নেমেও প্রায় মাঠের বাইরেই থাকতে হচ্ছিল চাহালকে। শেষ পর্যন্ত অবশ্য তিনিই ব্যাটিং করেছেন ক্রিকেটের নিয়মের কারণে। ঘটনাটি ঘটে শেষ ওভারে। কুলদীপ যাদব আউট হলে ব্যাটিংয়ে নামার মতো তিনি আর মুকেশ কুমার একাদশে ছিলেন। 

মুকেশের অভিষেক ম্যাচ হওয়ায় ব্যাট–প্যাড পরে তাই মাঠে নেমেছিলেন চাহাল। ক্রিজে থাকা আর্শদীপের কাছাকাছিও চলে যান। কিন্তু ভারতীয় পেসার চাহালকে ড্রেসিংরুমের সিদ্ধান্তের কথা জানালে মাঠ থেকে বেরিয়ে যান। তখন মুকেশ নামতে যাচ্ছিলেন। কিন্তু সে সময় মাঠের আম্পায়াররা চাহালকেই ব্যাটিংয়ে নামার জন্য ডাক দেন। এতে করে দীর্ঘ অপেক্ষার পর আবারও ব্যাটিং করার সুযোগ পান।

ক্রিকেট আইনের ২৫.২ নম্বর ধারা অনুযায়ী ব্যাটিং করতে হয়েছে চাহালকে। ধারায় বলা হয়েছ, যখনই কোনো ব্যাটার মাঠে প্রথম পা রাখবেন তখন ধরে নেওয়া হবে যে তাঁর ইনিংস শুরু হয়ে গেছে। এ কারণে ড্রেসিংরুমে চলে যেতে গিয়েও চাহালকে ফিরে আসতে হয়। 

ব্যাটিং করলেও দলকে আর জেতাতে পারেননি চাহাল। অবশ্য ম্যাচ জেতানোর আশাও করা যায় না তাঁর কাছ থেকে। আগের ৭৫ ম্যাচে যে করতে পেরেছেন মাত্র ৫ রান। তার উপর তিনি যখন মাঠে নেমেছিলেন সে সময় ভারতের প্রয়োজন ছিল ৫ বলে ১০ রান। মুখোমুখি প্রথম বলে ১ রান নিয়ে নিজের কাজটা অবশ্য ঠিকঠাক মতোই করেছেন তিনি। এরপর আর্শদীপের উপর ম্যাচ জেতানোর দায়িত্ব পড়লে ওভারের পঞ্চম বলে ২ রান নিতে গিয়ে রান আউট হলে ভারতের আশা শেষ হয়। শেষ বলে ৬ মারতে পারলে জিততে পারত ভারত। শেষ বলে ১ রানের বেশি করতে পারেননি অভিষিক্ত মুকেশ। এতে প্রথম টি–টোয়েন্টিতে ৪ রানের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু