হোম > খেলা > ক্রিকেট

বিরল এক রেকর্ড গড়ে শেষ ম্যাচে উইন্ডিজকে হারাল ভারত

এক ম্যাচ হায়ে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিয়েছিল ভারত। ৫ ম্যাচের সিরিজের  গতকালের শেষ ম্যাচটি ছিল তাই নিয়মরক্ষার। ম্যাচে অধিনায়ক রোহিত শর্মাসহ চার ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছিল ভারত। এরপরও তারা ম্যাচ জিতেছে বিরল এক রেকর্ড গড়ে। 

রোহিতের অনুপস্থিতিতে দলকে এই ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। ম্যাচে প্রথমবারের মতো আন্তর্জাতিক  টি-টোয়েন্টিতে এক ইনিংসে সব কটি উইকেট নিয়েছেন স্পিনাররা। ক্যারিবীয়দের বিপক্ষে এমন দারুণ কাণ্ড ঘটিয়েছেন ভারতের তিন স্পিনার অক্ষর প্যাটেল, কুলদ্বীপ যাদব ও রবি বিষ্ণুই। 

ভারত টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে সংগ্রহ দাড় করিয়েছিল ১৮৮ রান। লক্ষ্য তারা করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ১৫.৪ ওভারে ১০০ রানেই গুটিয়ে গেছে। ভারতের পক্ষে বিষ্ণুই চারটি, কুলদীপ তিনটি ও ম্যাচসেরা অক্ষর প্যাটেল নিয়েছেন বাকি তিনটি উইকেট। তিন স্পিনার মিলে প্রতিপক্ষের সবগুলো সবগুলো উইকেট নিয়ে গড়েছেন নতুন এক কীর্তি।

বড় লক্ষ্য তাড়া করতে নামা উইন্ডিজ ব্যাটিং  লাইন আপের মেরুদণ্ড ভেঙে দেন  অক্ষর। পাওয়ার প্লের মধ্যে ৩ উইকেট তুলে নেন তিনি। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকেরা। 

এর আগে ব্যাটিংয়ে নেমে শ্রেয়াস আইয়ারের ফিফটিতে  ৭ উইকেটে ১৮৮ রান করে ভারত। ৪০ বলে ৮ চার ও ২ ছয়ে  শ্রেয়াস করেন সর্বোচ্চ ৬৪ রান। এছাড়া দীপক হুডা ও অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ব্যাট থেকে আসে যথাক্রমে ৩৮ ও ২৮ রান।

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাসকিনকে নিয়ে শঙ্কা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনে রাজি হতে পারে আইসিসি, তবে...

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ