হোম > খেলা > ক্রিকেট

শান্তর জায়গায় টেস্টে নতুন অধিনায়ক কে হচ্ছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্টে কে হবেন শান্তর উত্তরসূরি। ছবি: এএফপি

কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শেষ টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে পরাজয়ের রেশ তখনও কাটেনি। এর মধ্যেই সংবাদ সম্মেলন কক্ষে ঢুকে নিজের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। দশ মিনিটের ভেতর বক্তব্য শেষ করে ফিরে যান ড্রেসিংরুমে। তবে শান্তর এমন সিদ্ধান্ত বিসিবিতে ছড়িয়ে দিয়েছে স্তব্ধতা। এখন তাই খুঁজতে হচ্ছে নতুন অধিনায়ক।

গতকাল ওয়ানডে দলের সঙ্গে কলম্বো পৌঁছেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। শান্ত সংবাদ সম্মেলন শেষ করে ফিরে যাওয়ার পরপরই ফাহিম ড্রেসিংরুমে প্রবেশ করেন। সেখানে চলে এক ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক। ধারণা করা হচ্ছে, সেখানে শান্তর সিদ্ধান্তর বিস্তারিত ব্যাখ্যাও চাওয়া হয়েছে।

নতুন অধিনায়ক নির্বাচন নিয়ে এখনো পরিকল্পনা শুরু করেনি বিসিবি। ফাহিম বলেন, ‘এখন আমাদের নতুন করে ভাবতে হবে। এই মুহূর্তে সে ভাবনা শুরু হয়নি। তবে শান্তর সিদ্ধান্তকে আমি সম্মান করি। তার অধিনায়কত্বের গুণ দলকে ভালো কিছু দিয়েছে। আশা করি, ব্যাটার হিসেবে সে দারুণ অবদান রাখবে। শুভকামনা রইল তার জন্য।’

নতুন নেতৃত্ব নিয়ে কথার প্রসঙ্গে ফাহিম যোগ করেন, ‘দ্বিতীয় ব্যক্তি হিসেবে যাকে বলা হয়েছে, সে মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে দলের দায়িত্ব এখন তার কাঁধে। আমি ধরেই নিয়েছিলাম শান্তই নিয়মিতভাবে নেতৃত্ব দেবে।’

শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে ওয়ানডে নেতৃত্ব হারান শান্ত। সূত্র বলছে, সফর-পূর্ব সংবাদ সম্মেলনের সময়ও শান্ত জানতেন না যে তাঁকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। যা আলোচনার জন্ম দিয়েছিল বেশ। গল টেস্টে বাংলাদেশের ভালো পারফরম্যান্সের কারণে বিষয়টি চাপা পড়ে যায়। কিন্তু কলম্বো টেস্ট শুরুর আগেই ফের উঠে আসে নেতৃত্ব ছাড়া নিয়ে নিয়ে প্রশ্ন।

মাঠেই শান্তর টেস্ট নেতৃত্ব ছাড়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ফাহিম বলেন, ‘আমার ধারণা ছিল, এই সিদ্ধান্ত আরও পরে হবে। আজই হবে, সেটা আশা করিনি। বোর্ড যখন সিদ্ধান্ত নিয়েছে, তখন শান্তর সঙ্গে আলোচনা করেই নিয়েছে। আমরা যদি অতীতের দিকে তাকাই, দেখি আমরা খুবই অধারাবাহিক মাঝে মাঝে ভালো খেলি, বেশিরভাগ সময়েই প্রত্যাশা অনুযায়ী নয়।’

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ