হোম > খেলা > ক্রিকেট

মাইলফলকের ম্যাচে হেরে কী বললেন পান্ডিয়া 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গতকাল ‘ডাবল সেঞ্চুরি’ পূর্ণ করল ভারত। ভারতের মাইলফলকের এই ম্যাচ ছিল শ্বাসরুদ্ধকর। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ ওভারে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। ৪ রানে হেরে যায় হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন ভারত। 
 
ত্রিনিদাদের তারুবায় ব্রায়ান লারা স্টেডিয়ামে গতকাল সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় ভারত-ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৯ রান করে উইন্ডিজ। রান তাড়া করতে নেমে ১৫ ওভারে ৪ উইকেটে ১১৩ রান করে ভারত। তখন ব্যাটিং করছিলেন পান্ডিয়া ও সাঞ্জু স্যামসন। ১৬তম ওভারে পান্ডিয়া, স্যামসন এই দুটো উইকেটই হারায় ভারত। যেখানে শেষ ওভারে জয়ের জন্য সফরকারীদের দরকার ছিল ১০ রান, হাতে ৩ উইকেট। শেষ পর্যন্ত ভারত করতে পারে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৫ রান। 

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েই ভারত হেরে গেছে বলে মনে করছেন পান্ডিয়া। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় এই অলরাউন্ডার বলেন, ‘আমরা রান তাড়ায় সঠিক অবস্থাতেই ছিলাম। কিছু ভুলের মূল্য দিতে হয়েছে আমাদের। তবু ঠিক আছে। তরুণ দল ভুল করবে। পুরো ম্যাচেই আমরা দাপট দেখিয়ে খেলেছি। আমি বিশ্বাস করি যে টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেট হারালে রান তাড়া করা কঠিন হয়ে যায়।’ 
 
ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মুকেশ কুমারের। প্রথমে টেস্ট, তারপর ওয়ানডে আর গতকাল টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে মুকেশের। ৩ ওভারে ২৪ রান দিয়ে কোনো উইকেট পাননি তিনি। একই সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টির প্রথম ম্যাচ গতকাল খেলেন তিলক ভার্মা। ২২ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৯ রান করেন তিলক। অভিষিক্ত এই দুই ক্রিকেটারের প্রশংসা করেছেন হার্দিক, ‘দুই সপ্তাহ আগে মুকেশের অভিষেক হয়েছে এবং তিন সংস্করণে তার (মুকেশ) অভিষেক ম্যাচ দারুণ ছিল। তিলক যেভাবে ইনিংস শুরু করেছে, তাতে আমি খুশি।’

বৃথা গেল মেহেদী হাসান রানার হ্যাটট্রিক

জাকির জানাজায় অঝোরে কাঁদলেন মুশফিক-শরিফুলরা

ব্যবসায় ক্ষতি, সিরিজ জিতেও খুশি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

শোককে শক্তিতে পরিণত করে জিতল ঢাকা

কোচের মৃত্যুতে মন কাঁদছে সাকিব-তাসকিনদের

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ঢাকার কোচ

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের