হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা, বললেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বকাপের কোনো সংস্করণে তিন ম্যাচের বেশি জিততে পারেনি বাংলাদেশ দল। তবে এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে চান সাকিব আল হাসানরা। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে তাঁর নেতৃত্বে এবার দলও খুব গোছানো। তাই দেশের মানুষ গত বিশ্বকাপের চেয়ে এবার বাংলাদেশ দলের কাছে আরও ভালো কিছু আশা করছেন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক। আজ বিশ্বকাপের ‘ক্যাপ্টেনস ডে’তে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক। 

ক্যারিয়ারে পঞ্চম ওয়ানডে বিশ্বকাপ খেলছেন সাকিব। ২০১৯ বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সে করেছিলেন এই অলরাউন্ডার। আট ম্যাচে করেছিলেন ৬০৬ রান, দুটি সেঞ্চুরির পাশাপাশি ছিল ৫টি হাফ সেঞ্চুরি। তবে সে অর্থে ভালো করেনি দল। ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জিতেছিল বাংলাদেশ। 

২০১১ বিশ্বকাপের পর এবারও বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন সাকিব। আজ ভারতের আহমেদাবাদে ক্যাপ্টেনস ডেতে ২০১৯ বিশ্বকাপজয়ী ইংল্যান্ডের অধিনায়ক এউইন মরগান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেছিলেন সাকিবকে। নিজেদের প্রস্তুতির ব্যাপারে সাকিব বললেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। গত বিশ্বকাপের পর থেকে দেখবেন আমরা বাছাইপর্বে (ওয়ানডে সুপার লিগ) ৩ বা ৪ নম্বর দল ছিলাম পয়েন্টের হিসেবে। আমরা সত্যিই ভালো করেছি দল হিসেবে। এখন বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর পালা। আমাদের দল প্রস্তুত। দেশ হয়তো গতবার যা করেছিলাম, তার চেয়ে ভালো কিছু আশা করছে।’ 

গত বিশ্বকাপের পারফরম্যান্স অনুপ্রাণিত করে সাকিবকেও। এবারও ব্যাটিং-বোলিংয়ে অবদান রাখতে চান বাংলাদেশ অধিনায়ক, ‘আমার মনে হয়, ভালো করতে এটা আমাকে সব সময় অনুপ্রাণিত করেছে। ব্যক্তিগতভাবে আমি কোনো পরিসংখ্যানের দিকে তাকাইনি, যতক্ষণ দলের জন্য অবদান রাখতে পারছি। আমার কাছে দলই আগে। পুরো ক্যারিয়ারে এটাই আমার নীতি।’

বাংলাদেশকে কেরালা-চেন্নাইয়ে খেলার প্রস্তাব দিতে পারে আইসিসি

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের