ঢাকা: করোনা মহামারিতে আইপিএল নিয়ে প্রচুর সমালোচনা হলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) টুর্নামেন্ট দিব্যি চালিয়ে নিচ্ছে। চারদিকে যখন পরিস্থিতি প্রতিকূল, কতক্ষণ আর নিরাপদ থাকে আইপিএল! করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ার। এই কারণে বাতিল হয়েছে আজ আহমেদাবাদের কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ।
সন্দীপ ও বরুণ আগে থেকেই চোটের স্ক্যান করতে জৈব সুরক্ষাবলয়ের বাইরে ছিলেন। তখনই করোনা পরীক্ষায় তাঁদের পজেটিভ ফল আসে। আপাতত দুজনই আইসোলেশনে আছেন। আইপিএল শুরুর পর ক্রিকেটারদের এটিই প্রথম করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা। এই ঘটনা মহামারিতে টুর্নামেন্ট আয়োজন নিয়ে ফের প্রশ্ন তুলছে।
আয়োজকেরা সংবাদমাধ্যমকে জানিয়েছে, ভেন্যু আহমেদাবাদ, স্থানীয় আয়োজক, গুজরাট ক্রিকেট সংস্থা (জিসিএ) ম্যাচটির সূচি বদলানো নিয়ে ভাবছে। আজ বিকেলেই জানানো হবে ম্যাচটির পরিবর্তিত তারিখ।
কলকাতা ফ্র্যাঞ্চাইজি এক বিবৃতিতে জানিয়েছে, গত চার দিনে তৃতীয় রাউন্ড পরীক্ষার পর বরুণ ও সন্দীপ করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি সবারই কোভিড পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। দুজনকেই আলাদা করে রাখা হয়েছে। চিকিৎসকেরা নিয়মিত দুজনের স্বাস্থ্য পরীক্ষা করছেন।