হোম > খেলা > ক্রিকেট

মাশরাফিদের ছাড়িয়ে গেলেন সাকিবরা

ইফতিখার আহমেদের লক্ষ্য ছিল একটাই—যে করেই হোক বলকে সীমানাছাড়া করা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বোলারদের ওপর রীতিমতো ঝড় তুলছিলেন ইফতিখার। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাকিস্তানি এই ব্যাটারের ঝোড়ো ফিফটিতে চলতি বিপিএলের সর্বোচ্চ রান করেছে ফরচুন বরিশাল। সিলেট স্ট্রাইকার্সের ২০১ রান টপকে ২০২ রান করল বরিশাল।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ঝোড়ো শুরু এনে দেন বরিশালের দুই ওপেনার মেহেদী হাসান মিরাজ ও এনামুল হক বিজয়। ৩ ওভারে ৩৩ রান করে এই জুটি। ১২ বলে ২৪ রান মিরাজকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন তাইজুল ইসলাম। প্রথম জুটি ভাঙার পর উইকেটে আসেন সাকিব আল হাসান। ৩ বলে ৮ রান করে বিদায় নেন বরিশালের অধিনায়ক। সাকিবের বিদায়ের পর বিজয়ও দ্রুত ড্রেসিংরুমে ফেরেন। ২১ বলে ৩০ রান করে বিদায় নেন এই ওপেনিং ব্যাটার।

৭.২ ওভারে ৭১ রানে ৩ উইকেট পড়ার পর উইকেটে আসেন মাহমুদুল্লাহ রিয়াদ। চতুর্থ উইকেটে ইব্রাহিম জাদরানের সঙ্গে ৩১ বলে ৪৯ রানের জুটি গড়েন রিয়াদ। ১৭ বলে ২৫ রান করা রিয়াদকে ফিরিয়ে এই জুটি ভাঙেন জিয়াউর রহমান। রিয়াদের বিদায়ের পর উইকেটে আসেন ইফতিখার আহমেদ। উইকেটে এসেই মারমুখী ব্যাটিং করতে থাকেন ইফতিখার। যেখানে শেষের দিকে বেশি বিধ্বংসী হয়ে ওঠেন পাকিস্তানি এই ব্যাটার। নিজের খেলা শেষ ৮ বলে চারটি ছক্কা ও দুই চারে ৩২ রান করেন। ২৬ বলে ৫৭ রানের ঝোড়ো ইনিংসে ২০ ওভারে ৭ উইকেটে ২০২ রান করে বরিশাল। 

২০২ রান করে সিলেটকে ছাড়িয়ে যান সাকিবরা। গত মঙ্গলবার মিরপুরে ঢাকা ডমিনেটরসের বিপক্ষে ৮ উইকেটে ২০১ রান করেছিল সিলেট।

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ

বিপিএলে ২০০ রানের দেখা নেই, কারণ কী

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাবেক আফগান পেসার

ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বাংলাদেশের

বাংলাদেশের বিশ্বকাপ-জট খুলবে কি

মঈন ঝড় থামিয়ে কোয়ালিফায়ারে রাজশাহী

বিপিএল থেকে বাদ পড়ে নবিকে নিয়ে হাহাকার নোয়াখালী অধিনায়কের

বিপিএলে শরীফুলের এমন সাফল্যের রহস্য কী

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক