হোম > খেলা > ক্রিকেট

বোল্ট-ফার্গুসনদের তোপে এলোমেলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চেন্নাইতে নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের তোপে পড়ে এলোমেলো বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ৫৬ রানেই ৪ উইকেট হারিয়েছে তারা। বিপর্যয়ের শুরু লিটন দাসকে দিয়েই। ‘গোল্ডেন ডাক’ মেরে ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম বলেই ড্রেসিংরুমে ফিরেছেন এই ওপেনার।

আরেক ওপেনার তানজিদ হাসান তামিমও শুরু থেকে ছিলেন নড়বড়ে। এর মধ্যেও চারটা বাউন্ডারি মেরেছেন, কিন্তু যখনই থিতু হচ্ছিলেন, তখনই উইকেট দিয়ে ফিরেছেন। অষ্টম ওভারের শেষ বলে লকি ফার্গুসনের শিকার হয়েছেন তানজিদ তামিম। ১৭ বলে ১৬ রান করে স্কয়ার লেগে ডেভন কনওয়েকে ক্যাচ দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

তিন নম্বরে নেমে দারুণ শুরু করেছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি এই অলরাউন্ডার। ফার্গুসনের বলে পুল করতে গিয়ে ডিপ ফাইন লেগে হেনরিকে ক্যাচ দিয়ে ফিরেছেন মিরাজ। ৪৬ বলে ৪ চারে ৩০ রান করেন মিরাজ। এরপর ১৩তম ওভারে গ্লেন ফিলিপসের বলে কনওয়েকে ক্যাচ দিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে।

এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৭ রান। মুশফিকুর রহিম ৫ রানে অপরাজিত আছেন। রানের খাতা খোলার অপেক্ষায় আছেন সাকিব আল হাসান।

বাংলাদেশে দলের ভঙ্গুর ওপেনিং নিয়ে দুশ্চিন্তা অনেক দিন ধরেই লেগে আছে। বিশ্বকাপেও সময় মতো জ্বলে উঠতে পারছেন না টপ অর্ডার ব্যাটাররা। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং জুটির স্থায়িত্ব ছিল মাত্র ১৯ রান। ২৭ রানের মধ্যে ফিরেছিলেন দুই ওপেনার—লিটন দাস ও তানজিদ হাসান তামিম। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে ভাঙে ওপেনিং জুটি। আজ তো নিউজিল্যান্ডের বিপক্ষে রানের খাতা খোলার আগেই জুটি ভাঙল।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ