হোম > খেলা > ক্রিকেট

অবসর ভেঙে অ্যাশেজে মঈন আলী

অবসর ভেঙে ফেরার ঘটনা খেলাধুলার জগতে তো নতুন কিছু নয়। মঈন আলী যেন সেই ‘পুরনো ঐতিহ্য’ অনুসরণ করলেন। অবসর থেকে ফিরেই অ্যাশেজে ইংল্যান্ড দলে ডাক পেলেন এই অলরাউন্ডার। 

২০২১ সালে টেস্ট থেকে অবসর নিয়েছিলেন মঈন। অবসর ভেঙে তাঁর টেস্টে ফেরার কথা শোনা যাচ্ছিল গত কয়েক দিন। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস, টেস্টের কোট ব্রেন্ডন ম্যাককালাম এবং ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর রব কির সঙ্গে আলোচনা করে টেস্টে ফেরার সিদ্ধান্ত নিলেন মঈন। জ্যাক লিচের পরিবর্তে অ্যাশেজে ইংল্যান্ডের প্রথম দুই টেস্টের জন্য ঘোষিত দলে ডাক পেয়েছেন তিনি (মঈন)। পিঠের চোটে পুরো অ্যাশেজ থেকেই ছিটকে গেলেন লিচ। মঈনের টেস্টে ফেরা নিয়ে ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেন, ‘আমরা গত সপ্তাহে মঈন আলীর সঙ্গে টেস্টে ফেরার বিষয়ে কথা বলেছি। মঈন টেস্ট খেলতে বেশ রোমাঞ্চিত বোধ করছিল এবং আবারও টেস্ট খেলতে চাচ্ছিল। তার অভিজ্ঞতা, অলরাউন্ড পারফরম্যান্স অ্যাশেজে আমাদের দারুণভাবে সাহায্য করবে। মঈন এবং ইংল্যান্ড দলকে অ্যাশেজের জন্য শুভকামনা।’ 

পাঁচ টেস্টের এবারের অ্যাশেজ সিরিজ হবে ইংল্যান্ডে। আগামী ১৬ জুন এজবাস্টনে শুরু হচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মহারণ। আর ওভালে ২৭ জুলাই হবে সিরিজের পঞ্চম টেস্ট। ঘরের মাঠে সিরিজ পুনরুদ্ধারের লক্ষ্যে নামবে ইংলিশরা। সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।  

অ্যাশেজের প্রথম দুই টেস্টের ইংল্যান্ড দল: 
বেন স্টোকস (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), হ্যারি ব্রুক, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ড্যান লরেন্স, মঈন আলী, ওলি পোপ, জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, ম্যাথু পটস, ওলি রবিনসন, জো রুট, জশ টাং, ক্রিস ওকস, মার্ক উড।

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান

‘ক্রিকেট অঙ্গনে সব সময় থাকে জুয়া, ক্রিকেট থেকে আড়ালে চলে যেতে চাই’

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি