হোম > খেলা > ক্রিকেট

ব্যাটিং চিন্তা নিয়ে জ্যামাইকায় বাংলাদেশ

আজকের পত্রিকা ডেস্ক­

ব্যাটারদের ব্যর্থতায় অ্যান্টিগায় প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২০১ রানে। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

অ্যান্টিগা টেস্টে ইনিংসে ৬ উইকেট, ম্যাচে ৮ উইকেট শিকারের পর ১৬ ধাপ এগিয়ে টেস্টে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৫১ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। অবশ্য এতে তাঁকে খুব একটা খুশি মনে হলো না। এ নিয়ে ফোনে কোনো মন্তব্যও করতে চাইলেন না। যদি কখনো টেস্ট র‍্যাঙ্কিংয়ে সেরা দশের মধ্যে আসতে পারেন, তখন বলবেন—আপাতত তাসকিনের মনোভাব এমনই।

অ্যান্টিগায় সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৪.১ ওভার বোলিং করে ৬৪ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। বাংলাদেশের এই পেসার তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং করেছেন এই টেস্টে। কিন্তু তাঁর সব চেষ্টা বৃথা গেছে ব্যাটারদের ব্যর্থতায়। টেস্টটা বাংলাদেশ হেরেছে ২০১ রানে। ম্যাচ শেষে পরশু হারের ব্যাখ্যায় অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছেন, ‘আমরা ভালো বোলিং করেছি। তাসকিন ৬ উইকেট নিয়েছে। সত্যি বলতে, এই ম্যাচে ভালো ব্যাটিং করতে পারিনি। কিছু ভুল আমরা করেছি।’

ব্যাটিং ব্যর্থতায় সবার আগে কাঠগড়ায় উঠবেন টপ অর্ডারের ব্যাটাররা। অ্যান্টিগা টেস্টেও ডাহা ফেল ওপেনাররা। টপ অর্ডার ব্যাটারদের সমস্যা নিয়ে কাল মিরপুরে নাজমুল আবেদীন ফাহিম সাংবাদিকদের বলেছেন, ‘যখন আন্তর্জাতিক ম্যাচ খেলি আমরা, সেটা যে দলের বিপক্ষেই হোক না কেন, সেখানে দেখি টপ অর্ডারের ব্যাটাররা অনেক চিন্তিত থাকে। তারা সিদ্ধান্তহীনতায় ভোগে। কীভাবে তারা বিশেষ একটি আক্রমণের বিপক্ষে এগোবে, সে ব্যাপারে দ্বিধায় ভোগে। এত দ্বিধাদ্বন্দ্বে থেকে খেলাটা অনেক কঠিন। ঘরোয়া ক্রিকেটে একটা প্যাটার্ন ডেভেলপ (ধরন তৈরি) করা খুব দরকার।’

একটি টেস্ট ম্যাচ হেরে দলে অবশ্য পরিবর্তন আনার পক্ষে নন ফাহিম। অ্যান্টিগায় হারলেও কিছু ইতিবাচক দিক ছিল বাংলাদেশের। ২০১৮ ও ২০২২ সফরে অ্যান্টিগায় অসহায় আত্মসমর্পণ করলেও এবার অন্তত তা হয়নি। বিশেষ করে প্রতিপক্ষের ১৯ উইকেট নেওয়াটা বোলারদের বড় প্রাপ্তি। কাল অ্যান্টিগা সময় বেলা ১টায় জ্যামাইকার উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ দল। স্যাবাইনা পার্কে সিরিজের শেষ টেস্ট শুরু শনিবার। ক্রিস গেইলের জ্যামাইকায় খোদ মিরাজের ৫ উইকেট নেওয়ার স্মৃতি আছে। সেই স্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক চাইবেন দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’