হোম > খেলা > ক্রিকেট

মিরপুরে বৃষ্টির বাগড়ায় প্রথম দিনে বাংলাদেশের দাপট, নাঈমের আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উদ্বোধনী জুটিতে নাঈম শেখ-এনামুল হক বিজয় যোগ করেন ১৩০ রান। তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও করতে পারলেন না নাঈম। ছবি: বিসিবি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ জিতে নিউজিল্যান্ড ‘এ’ দল এমনিতেই এগিয়ে। সিরিজে ফিরতে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দলের এখন জয়ের বিকল্প নেই। যেখানে আজ মিরপুরে প্রথম দিনেই দাপট দেখিয়েছে সোহানের দল।

বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচ আজ শুরু হয়েছে মিরপুর শেরেবাংলায়। প্রথম দিনই বাগড়া দিয়েছে বেরসিক বৃষ্টি। যার ফলে দিনের পুরো ৯০ ওভার খেলা হয়নি। যতটুকু খেলা হয়েছে, স্বচ্ছন্দে ব্যাটিং করেছে বাংলাদেশ। ৪ উইকেটে ২২৫ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে স্বাগতিকেরা। অমিত হাসান ১৬ রানে ব্যাটিং করছেন। তাঁর আরেক সতীর্থ মাহিদুল ইসলাম অঙ্কন সবেমাত্র উইকেটে এসেছেন। ১ রান করেছেন। তবে বাংলাদেশের দারুণ দিনের পরও সেঞ্চুরির আক্ষেপটা থেকে গেল নাঈম শেখের।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সোহান। ব্যাটিংয়ে নামা বাংলাদেশের দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ গড়েছেন ১৩০ রানের জুটি। ৩২তম ওভারের প্রথম বলে বিজয়কে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন জ্যাক ফুলকস। ফুলকসের শর্ট বলে পুল করতে গিয়ে বিজয় ধরা পড়েন নিউজিল্যান্ড উইকেটরক্ষক মিচ হে’র হাতে। ৪৮ রান করেন বিজয়।

বিজয় ফেরার পর দ্রুতই ফিরেছেন নাঈম শেখ। ৩৩তম ওভারের শেষ বলে নাঈমকে ফেরান জেডেন লেনক্স। ৯৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮২ রান করেন নাঈম। দ্রুত দুই ওপেনারকে হারিয়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৩৩ ওভারে ২ উইকেটে ১৩৬ রান। তিন নম্বরে নামা সাইফ হাসান এরপর তুলে নিয়েছেন ফিফটি। ৮৪ বলে করেছেন ৫১ রান। যেখানে তৃতীয় উইকেটে জাকির হাসানের সঙ্গে সাইফ গড়েছেন ৪৪ রানের জুটি। আর চতুর্থ উইকেটে অমিত হাসানের সঙ্গে ৪৩ রানের জুটি গড়তে সাইফ অবদান রেখেছেন।

সাইফ যখন আউট হয়েছেন, বাংলাদেশের স্কোর তখন ৫৬.১ ওভারে ৪ উইকেটে ২২৩ রান। এরপরে খেলা হয়েছে কেবল ৮ বল। বেরসিক বৃষ্টির বাগড়ায় ৫৮তম ওভারের খেলা পুরোটা হয়নি। বাংলাদেশ প্রথম ইনিংসে ৫৭.৩ ওভারে ৪ উইকেটে ২২৫ রান করার পরই শেষ প্রথম দিনের খেলা।

আইপিএলের দলের মালিকের ‘নাক গলানো’ পছন্দ করছেন না ভারতের কোচ

সাকিব এই ভালো, এই খারাপ

জাকেরের ‘জোর করে লেগে মারতে যাওয়া’র ব্যাখ্যায় কী বললেন আশরাফুল

বিয়ে ভাঙার পর মুখ খুললেন স্মৃতি মান্ধানা

বাংলাদেশের কাছে পাত্তাই পেল না শ্রীলঙ্কা

জাকিরের সেঞ্চুরিতে শিরোপার সুবাস পাচ্ছে সিলেট

পাকিস্তানকে উড়িয়ে দিলেন বাংলাদেশের মেয়েরা

‘কে বলেছে কোহলি ১০০ সেঞ্চুরি করতে পারবে না’

গোলাপি বলের টেস্টেও ইংল্যান্ডকে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া

আমিরাতের লিগে খেলার আগে দোয়া চাইলেন তাসকিন