হোম > খেলা > ক্রিকেট

করোনা আক্রান্ত হলেন সৌরভ পরিবারের আরও ৪ সদস্য 

সৌরভ গাঙ্গুলীর করোনা আক্রান্ত হওয়ার খবরটা পুরোনো। নতুন খবর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান ও ভারতের সাবেক অধিনায়কের মেয়েসহ পরিবারের আরও চার সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। সৌরভের মেয়ে সানা গাঙ্গুলী ছাড়া করোনা আক্রান্ত হয়েছেন সৌরভের ছোট চাচা সিএবি কোষাধ্যক্ষ দেবাশীষ, চাচাত ভাই শুভ্রদ্বীপ গাঙ্গুলী ও ভাইয়ের বউ জুঁই গাঙ্গুলী। সৌরভ পরিবারের সদস্যদের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত সকলেরই মৃদু উপসর্গ আছে বলে জানা গেছে। 

কদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন সৌরভ। এরপর সৌরভের চিকিৎসার জন্য মঙ্গলবার তিন সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়। পরামর্শ নেওয়া হয়েছিল চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের কাছ থেকেও। তবে কোনো জটিলতা ছাড়াই সুস্থ হয়ে ওঠেন সৌরভ। 

এর আগে হাসপাতালে থাকা অবস্থাতেই ভারতের জয় নিয়ে টুইট করেন সৌরভ। তিনি লিখেন, ‘দারুণ জয় টিম ইন্ডিয়া। এই ফলে একেবারেই বিস্মিত নয়। সিরিজে এই দলকে হারানো খুবই কঠিন হবে। জিততে হলে দক্ষিণ আফ্রিকাকে নিজেদের সামর্থ্যের বাইরে গিয়ে খেলতে হবে। নতুন বছর উপভোগ্য হোক।’  

তবে বাড়িতে নতুন করে করোনার সংক্রমণ সৌরভের নতুন বছরকে আরও জটিল করে তুলল।

বৃষ্টিতে বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ

যুক্তরাষ্ট্রের ‘পাকিস্তানি’ ক্রিকেটারদের ভিসা প্রত্যাখ্যান করল ভারত

আফগানিস্তানকে চমকে দিয়ে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

‘পাকিস্তানে ভারতের না খেলার কোনো যৌক্তিকতা নেই, আইসিসিও অসহায়’

কেমন ব্যাটিং করছেন কোটিপতি নাঈম শেখ