হোম > খেলা > ক্রিকেট

কোহলি-রোহিতের যে রেকর্ড ভাঙার সামনে বাবর

ক্যারিয়ারের শুরু থেকে বাবর আজমের তুলনাটা হয়ে আসছে বিরাট কোহলির সঙ্গে। ভারতীয় ব্যাটারের বেশ কয়েকটি রেকর্ডও ভেঙেছেন তিনি। এবার কোহলি ও রোহিত শর্মাকে টপকে নতুন আরেকটি মাইলফলক গড়ার সামনে পাকিস্তানি অধিনায়ক। 
 
আর ৮৩ রান করলেই এক ঢিলে তিন পাখি মারবেন বাবর। দুই ভারতীয় ব্যাটার কোহলি ও রোহিতকে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হবেন তিনি। সঙ্গে প্রথম পাকিস্তানি হিসেবে এই সংস্করণে ৪ হাজার রানের মাইলফলক ছোঁবেন। আর এই কীর্তি গড়তে বাবরের দরকার মাত্র ৪৫ রান। 
 
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাবরের রান ১১০ ইনিংসে ৩৯৫৫। তাঁর ওপরে আছেন শুধু রোহিত (৩৯৭৪) ও কোহলি (৪০৩৭)। তবে আগামীকালই কি টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের সিংহাসনে বসবেন বাবর? ৮৩ রান করে টপকে যাবেন কোহলিকে, নাকি ২০ রান করে পেছনে ফেলবেন রোহিতকে? 
 
আগামীকাল লিডসে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে পাকিস্তান। এই সিরিজ দিয়েই তিনটি রেকর্ড গড়ার সুযোগ পাবেন বাবর। বিশ্বকাপের আগে ভারতের আর কোনো ম্যাচ নেই। কোহলি ও রোহিত যদি বাবরের কাছে রেকর্ড হারান, তবে সেটি উদ্ধারের জন্য তাঁদের অপেক্ষা করতে হবে বিশ্বকাপ শুরু না হওয়া পর্যন্ত। 
 
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান
 
                           রান         ইনিংস
বিরাট কোহলি       ৪০৩৭         ১০৯
রোহিত শর্মা          ৩৯৭৪         ১৪৩
বাবর আজম         ৩৯৫৫        ১১০
মার্টিন গাপটিল     ৩৫৩১         ১০৫
পল স্টার্লিং           ৩৫২১          ১৩৯

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড