হোম > খেলা > ক্রিকেট

সাকিবের কাছে যা চেয়েছেন, তার চেয়ে বেশি পেয়েছেন শান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের সবশেষ দুই ম্যাচই শ্রীলঙ্কার বিপক্ষে। পার্থক্য শুধু সংস্করণ আর ভেন্যুতে। দিল্লিতে গত বছর ওয়ানডে বিশ্বকাপের পর এবার চট্টগ্রামে টেস্ট খেলেন সাকিব।

সাকিবের ক্যারিয়ারে সবশেষ দুই টেস্টের মাঝে সময়ের ব্যবধান প্রায় ১ বছর। ২০২৩ সালের এপ্রিলে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেন সাকিব। এত দিন পর এক বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে ফেরাটা হয়নি সাকিবসুলভ। শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে করেন ৫১ রান। যার মধ্যে দ্বিতীয় ইনিংসেই করেন ৩৬ রান। লঙ্কানরা যে ১৭ উইকেট হারিয়েছে, তার মধ্যে সাকিব নিয়েছেন ৪ উইকেট। খরচ করেন ১৪৯ রান। তবে নাজমুল হোসেন শান্ত যেন এসব পরিসংখ্যান দিয়ে সাকিবকে বিচার করতে নারাজ। চট্টগ্রামে দ্বিতীয় টেস্টের পঞ্চম দিন শেষে আজ সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, ‘তিনি অনেকদিন খেলার পর মনেই হয়নি যে তার বয়স ৩৭ বছর। প্রায় ১ বছর পরে খেলছেন। যতটুকু মনে পড়ে, প্রথম ইনিংসে ৩৭ ওভার বোলিং করেছেন। ৩টা উইকেটও নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংটা যেভাবে করলেন। যতটুকু আশা করেছিলাম, সেটার চেয়ে বেশি পেয়েছি তার কাছ থেকে।’ 

টেস্ট ক্যারিয়ারে এই নিয়ে ৬৭ তম ম্যাচ খেলেছেন সাকিব। চট্টগ্রাম টেস্টে যে একাদশ নিয়ে বাংলাদেশ খেলে, সেখানে সাকিবের ম্যাচ সংখ্যাই বেশি। তাঁর (সাকিব) মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে দলের উপকার হয় বলে মনে করেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘টেস্ট ক্রিকেটে এমন অভিজ্ঞ প্লেয়ার থাকলে অবশ্যই অনেক উপকার হয়। মাঠে প্রত্যেক খেলোয়াড়কে ফিডব্যাকও দিয়েছেন। আমাদের অনেক উপকার হয়েছে।’ 

চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট খেলার আগেই গুঞ্জন চলছিল সাকিবের ফেরার ব্যাপারে। এই ব্যাপারে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের টেস্ট খেলার ব্যাপারে আমরা আগে থেকেই জানতাম যে তিনি দ্বিতীয় টেস্টে খেলবেন। হ্যাঁ, অবশ্যই আগে থেকে জানতে পারলে ভালো হবে দলের জন্য। আমি আশা করব যে আগে থেকেই জানতে পারব। তখন স্পষ্ট পরিকল্পনা থাকে।’

‘আইপিএলে মোস্তাফিজকে নিয়ে যা হয়েছে, সেটা ন‍্যক্কারজনক’

ভারত থেকে ম্যাচ সরানো ও আইপিএল সম্প্রচার বন্ধের অনুরোধ আসিফ নজরুলের

ভারতে মোস্তাফিজদের নিরাপত্তা নিয়ে আইসিসির সঙ্গে যোগাযোগ করবে বিসিবি

সবচেয়ে কম খরুচে রিশাদ, ১৪ বছর পর ওয়ার্নারের সেঞ্চুরি

ছেড়ে দিলে কী আর করার: মোস্তাফিজ

‘মোস্তাফিজ ইস্যুর পর ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া ঝুঁকিপূর্ণ’

মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ‘প্রতিবাদ’ জানাবে বিসিবি

মোস্তাফিজকে ছেড়েই দিল কলকাতা

সমালোচকদের একহাত নিলেন মাহমুদউল্লাহর স্ত্রী

ধুন্ধুমার শুরুর পর সিলেটে রানখরা