হোম > খেলা > ক্রিকেট

মৃত্যুর পরদিনই ওয়ার্নের ‘রকস্টার’ খেললেন ক্যারিয়ার-সেরা ইনিংস 

শেন ওয়ার্নের মৃত্যুতে এখনো স্তব্ধ ক্রিকেট দুনিয়া। ক্রিকেটে ওয়ার্ন এমনই এক চরিত্র ছিলেন, তাঁর মৃত্যুশোক সহজে কাটার নয়। তাঁর মৃত্যুশোক মাথায় নিয়ে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। টেস্ট চলছে আরও একটা। মোহালিতে ভারতের মোকাবিলা করছে শ্রীলঙ্কা। 

চাইলে মোহালিতেই খুঁজে পাওয়া যাবে এক চিলতে ওয়ার্নকে! এখানেই যে খেলছেন কিংবদন্তি স্পিনারের ‘রকস্টার’। হ্যাঁ, ঠিকই পড়েছেন। মোহালি টেস্টের দ্বিতীয় দিনে রানের পাহাড়ে চড়েছে ভারত। সেটা অবশ্য প্রথম দিন শেষেই বোঝা গিয়েছিল। তাতে আজ পূর্ণতা দিয়েছেন রবীন্দ্র জাদেজা। ক্যারিয়ার--সেরা অপরাজিত ১৭৫ রানের ইনিংসে প্রথম ইনিংসে ভারতকে ৫৭৪ রানের বড় সংগ্রহ এনে দিয়েছেন জাদেজা। 

এই জাদেজাই ওয়ার্নের ‘রকস্টার’। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন ওয়ার্ন। তাঁর নেতৃত্বেই শিরোপা জিতেছিল দলটি। অধিনায়কের সঙ্গে রাজস্থানের কোচের দায়িত্বও ছিল তাঁর কাঁধে। ওয়ার্নের ওই দলে ছিলেন তরুণ জাদেজা। জাদেজার প্রতিভা বুঝতে একদমই ভুল করেননি ওয়ার্ন। 

জাদেজার নাম দিয়েছিলেন তাই ‘রকস্টার’। সে সময় জনপ্রিয় ক্রিকেট ধারাভাষ্যকার হার্শা ভোগলেকে নামের সঙ্গে জাদেজার ব্যপারে উচ্ছ্বাসার কথা বলেছিলেন ওয়ার্ন। ভারতের ঘরোয়া ক্রিকেটে সত্যিকার অর্থেই রকস্টার ছিলেন জাদেজা। ব্যাটে-বলে সত্যিকারের এক অলরাউন্ডারের আগমনী বার্তাই পেয়েছিল ভারত। যদিও আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুতে প্রতিভার প্রমাণ দিতে না পেরে সবাইকে হতাশ করেন জাদেজা। তবে সে সময়টা পেছনে ফেলে এসেছেন তিনি। 

গত পাঁচ বছরে তিন সংস্করণে অধিনায়কের অনাস্থা হননি, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে টেস্ট ক্রিকেটে। তারই ফল মোহালিতে ক্যারিয়ার-সেরা এই ইনিংস। ওপারে ওয়ার্ন নিশ্চয়ই ‘রকস্টারের ব্লকবাস্টার’ ইনিংসটা দেখে তৃপ্তির ঢেকুর তুলছেন!

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট

সারা দেশে ১ বছরে ১০০ উইকেট বানাবে বিসিবি

রাজশাহীর লক্ষ্য নিয়ে কী বললেন সন্দীপ লামিচানে

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট