হোম > খেলা > ক্রিকেট

টানা ৩ হারেও কীভাবে ইংল্যান্ড-শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিশ্বকাপে এ পর্যন্ত চারটি করে ম্যাচ খেলেছে প্রত্যেক দল। নিজেরা ভালো না করলেও প্রতিপক্ষের হারই যেন কিছুটা স্বস্তি রেখেছে বাংলাদেশ দলকে। সুযোগ আছে সেমিফাইনাল নিশ্চিত করারও। সেই সুযোগ সাকিব আল হাসানরা কতটুকু কাজে লাগাতে পারবেন সেটাই দেখার অপেক্ষা। 

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ দল। এর পর টানা তিন ম্যাচে হার দেখেছে তারা। তবু ২ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে বাংলাদেশ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও শ্রীলঙ্কার চেয়েও ওপরে তারা। লঙ্কানরা নিজেদের প্রথম তিন ম্যাচেই টানা হেরেছে। গতকাল চতুর্থ ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে তুলে নিয়েছে ৫ উইকেটের জয়। 

এই হারেই বাংলাদেশ থেকে রানরেটে পিছিয়ে পড়েছে ডাচরা। চলে গেছে পয়েন্ট টেবিলের সাতে। তাদেরও বাংলাদেশের মতো ৪ ম্যাচে এক জয় ও তিন হারে ২ পয়েন্ট। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছিল নেদারল্যান্ডস। 

গতকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ইংল্যান্ডের ছিল পয়েন্ট টেবিলের ছয়ে। প্রোটিয়াদের কাছে ইংলিশরা হারে ২২৯ রানের বড় ব্যবধানে। ৪০০ রানের লক্ষ্য তাড়ায় নেমে ২২ ওভারে ১৭০ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। এই হার জস বাটলারদের পয়েন্ট টেবিলে অনেকটাই পিছিয়ে দিয়েছে। তাদের রানরেট কমে হয়েছে-১.২৪৮। টেবিলে তাদের অবস্থান এখন ৯। ডাচ ও ইংলিশদের হারে পয়েন্ট টেবিলে একধাপ এগিয়েছে বাংলাদেশ। 

বিশ্বকাপে নিচের দিকে থাকা ৫ দলের পয়েন্ট সংখ্যা সমান। প্রত্যেকেই চার খেলায় পেয়েছে ২ পয়েন্ট। তবে নেট রানরেটে এগিয়ে থাকায় এদের মধ্যে বাংলাদেশ সবার ওপরে আছে। আগামী পরশু সাকিবরা তাদের পরের ম্যাচে খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সুযোগ আছে ম্যাচটি জিতে পয়েন্ট বাড়িয়ে নেওয়ার।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’