হোম > খেলা > ক্রিকেট

টি–টোয়েন্টিতে ২২২ করেও টাই, ভাঙল ১৫ বছরের রেকর্ড

ক্রীড়া ডেস্ক    

ছবি: সংগৃহীত

সিরিজের চতুর্থ টি–টোয়েন্টিতে ২২২ রান করেও স্বস্তিত থাকতে পারেনি এসোয়াতিনি। লক্ষ্য তাড়ায় সমান রানেই থামে সফরকারী মোজাম্বিক। তাতেই টি–টোয়ন্টিতে সবচেয়ে বেশি রানে টাই হওয়ার নতুন রেকর্ড দেখল ক্রিকেট বিশ্ব।

প্রথমে ম্যাচটি টাই হলেও সুপার ওভারে শেষ হাসি হাসে এসোয়াতিনি। ৪ বলেই মোজাম্বিকের দেওয়া ১৪ রানের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগিতকরা। ৪৪৪ রানের ম্যাচটি টাই হওয়ায় ভেঙেছে ১৫ বছর আগের রেকর্ড। এতোদিন রেকর্ডটি ছিল নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার নাম। ২০১০ সালে নিউজল্যান্ডের করা ২১৪ রানের জবাবে সমান রানেই থামে অজিরা। তালিকার তিনে আছে ২০২৪ সালে হওয়া ভারত ও আফগানিস্তানের ম্যাচ। সে ম্যাচে দুই দলই থামে ২১২ রানে।

এসোয়াতিনি ও মোজাম্বিকের রান বন্যার ম্যাচে ব্যাট হাতে সবচেয়ে বেশি আগ্রাসী ছিলেন আদিল বাট ও জোয়াও হো। মালকার্ন কাউন্ট্রি ক্লাব ওভালে আগে ব্যাট করতে নামা এসোয়াতিনির হয়ে ৮১ রানের ইনিংস খেলেন আদিল। ৩০ বলে ১০ চারের পাশাপাশি ছয়টি ছয় মারেন এই ওপেনার। সমান ৪৯ রান এনে দেন কামরুল হাসান ও হুজাইফা জাঙ্গারিয়া।

মোজাম্বিকের হয়ে রান তাড়ায় সামনে থেকে নেতৃত্ব দেন হো। ৫৪ বলে অপরাজিত ১০৭ রান এনে দেন এই ওপেনার। ৩৬ রান আসে আগোন্তিনহো নাভিচার ব্যাট থেকে। ২৮ রান করেন ভিয়েইরা টেম্বো। প্রথম ৩ ম্যাচ জিতেই ট্রফি নিশ্চিত করে এসোয়াতিনি। চতুর্থ ম্যাচে এসে তাদের ভয় দেখালেও জিততে পারেনি মোজাম্বিকের। শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৪–০ ব্যবধানে সিরিজ জিতে নেয় এসোয়াতিনি।

নিজেদের ইতিহাস নতুন করে লেখার সামনে এখন ওয়েস্ট ইন্ডিজ

নিলামের আগেই জানা গেল আইপিএলে কত ম্যাচ খেলবেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

নতুন লিগ খেলতে আমিরাতে যাচ্ছেন মোস্তাফিজ

বিশ্বকাপের আগে দলে বেশি পরিবর্তন চান না লিটন

প্রথম দিনেই কি হার এড়ানোর বন্দোবস্ত করে ফেলল ইংল্যান্ড

পেইনকিলার নেওয়ার পরও শঙ্কায় ইংল্যান্ডের ক্রিকেটার

১ যুগের অপেক্ষা ঘুচিয়ে অস্ট্রেলিয়ায় রুটের প্রথম সেঞ্চুরি, বাকি রইল বাংলাদেশ

১৪ বছর পর ভারতের এই ঘরোয়া টুর্নামেন্টে খেলছেন রোহিত

ওয়াসিম আকরামকে পেছনে ফেলে সবার ওপরে স্টার্ক

অ্যাশেজে সৈকতের আম্পায়ারিংকে বাংলাদেশ ক্রিকেটের জন্য গৌরবের বলছেন ইমরুল