হোম > খেলা > ক্রিকেট

লিটনকে তখন কী বলছিলেন সিরাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

লিটন দাসকে আউট করেই এদিন সবচেয়ে বেশি উদযাপন করল ভারতীয় দল। ঘটনা ঘটে মূলত তার আগের বলে। লিটনকে কিছু একটা বলেন মোহাম্মদ সিরাজ। ঠিকঠাক না বুঝতে পেরে সিরাজের দিকে ‘কী বলছিলে তুমি’ ভঙিতে এগিয়ে যান লিটন। মেজাজের সঙ্গে মনোসংযোগটাও ওইটুকুতে হারিয়ে ফেলেন কি না লিটন সেটা অবশ্য বলা কঠিন। তবে পরের বলেই সিরাজের নিচু হয়ে আসা বলে বোল্ড হয়ে ফেরেন। একই ভঙি নিয়ে লিটনের উইকেট উদযাপন করলেন সিরাজ ও বিরাট কোহলি।

লিটনকে কী এমন বললেন সিরাজ? দিনের খেলা শেষে ভারতীয় দলের প্রতিনিধি হয়ে সিরাজ নিজেই জানালেন সেটা, ‘আমি ওকে বলেছিলাম, এটা টি-টোয়েন্টি ফরম্যাট না, টেস্ট ক্রিকেট...দায়িত্ব নিয়ে খেলো।’ ২৯ বলের ২৪ রানের ইনিংসে লিটন তখন ৫টি চার মেরে ফেলেছেন। এর মধ্যে প্রথম সেশনের শেষ ওভারে উমেশ যাদবকে টানা তিন চার। কিছুটা আক্রমণাত্মক খেলায় কি না লিটলকে খেপিয়ে তোলেন সিরাজ।

ম্যাচের ১৪তম ওভারের প্রথম বলটি ছিল অফ স্টাম্পের বাইরে। পেছনের পায়ে সেটি ডিফেন্ড করেছিলেন লিটন। এরপরই ঘটনার সূত্রাপাত। বাংলাদেশ ব্যাটারদের ভালোই ভুগিয়েছেন সিরাজ। ৯ ওভারে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। নিজের বোলিংয়ের পরিকল্পনা নিয়ে এই পেসার বলেছেন, ‘স্টাম্প লাইনে করতে চেয়েছি, সেটা নিচু হয়েছে। আমার পরিকল্পনা ছিল এমন, স্টাম্প ধরে করা।’ লিটনকে স্লেজিংটা পরিকল্পনা করেই করেছেন কি না, এমন প্রশ্নের জবাবে অবশ্য বলেছেন, ‘না না, কোনো পরিকল্পনা ছিল না।’

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল