হোম > খেলা > ক্রিকেট

সেই লর্ডসে ‘শত্রুতা’ ভুলে এবার বন্ধু ভারত-ইংল্যান্ডের নারী ক্রিকেটাররা 

সময়ের সঙ্গে সঙ্গে কত কিছুই তো বদলে যায়। ২০২২ সালের সেপ্টেম্বরে লর্ডসে ইংল্যান্ড-ভারত ম্যাচে শার্লি ডিন ও দীপ্তি শর্মা যেন ‘শত্রু’ বনে গিয়েছিলেন। প্রায় দুই বছর পর এবার একই ভেন্যুতে তাঁরা হয়ে গেলেন বন্ধু। 

এবারের মেয়েদের ‘দ্য হান্ড্রেডে’ শার্লি ও দীপ্তি খেলেছেন লন্ডন স্পিরিটের হয়ে। লর্ডসে গত রাতে ফাইনালে ওয়েলশ ফায়ারের বিপক্ষে খেলেছে স্পিরিট।টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লন্ডন অধিনায়ক হিদার নাইট। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১১৫ রান করে ওয়েলশ ফায়ার। ১১৬ রানের লক্ষ্যে ২ বল হাতে রেখে ৪ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় লন্ডন। চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে এক অন্যকে জড়িয়ে ধরেন শার্লি ও দীপ্তি। ফিল্ডিংয়ের সময়ও শার্লি ও দীপ্তিকে উদযাপন করতে দেখা গেছে। ১০০ বলের এই টুর্নামেন্টে প্রথমবার শিরোপা জিতল লন্ডন স্পিরিটের নারী দল। ৩২ বলে ৩ চারে ৩৪ রান করে ম্যাচসেরা লন্ডনের জর্জিয়া রেডমেইন। সিরিজসেরা হয়েছেন নর্দার্ন সুপারচার্জার্সের অ্যানাবেল সাদারল্যান্ড। টুর্নামেন্টে ২১২ রান ও ১০ উইকেট নেন সাদারল্যান্ড। 

এই লর্ডসে ২০২২ সালের সেপ্টেম্বরে দীপ্তি ও শার্লির মধ্যকার ঘটনা ছিল অন্য রকম। সংস্করণও ছিল ভিন্ন। প্রায় দুই  বছর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল। ৪৪তম ওভারের চতুর্থ বল করেছেন দীপ্তি। ১১ নম্বরে নামা ইংল্যান্ডের ফ্রেয়া ডেভিস ছিলেন ব্যাটিং প্রান্তে। বোলিং শুরু হওয়ার আগে নন  স্ট্রাইক থেকে অনেকটা বাইরে বেরিয়ে যান শার্লি। সেই সুযোগে শার্লিকে মানকাডিং (নন স্ট্রাইকে রানআউট) করেছিলেন দীপ্তি। এই ঘটনায় অনেক সমালোচনা হয়েছিল তখন। দীপ্তি তখন দাবি করেছিলেন যে বারবার সতর্ক করা সত্ত্বেও সেটা তিনি (শার্লি) শোনেননি। 

লর্ডসে গত রাতে হয়েছিল ছেলেদের ‘দ্য হান্ড্রেডের’ও ফাইনাল। সাউদার্ন ব্রেভকে ১৭ রানে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতল ওভাল ইনভিন্সিবলস। টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৪৭ রান করে ইনভিন্সিবলস। ১৪৮ রান তাড়া করতে গিয়ে ৭ উইকেটে ১৩০ রানে থেমে যায় ব্রেভ। ১৭ রানে ৩ উইকেটে ম্যাচসেরা হয়েছেন ইনভিন্সিবলসের সাকিব মাহমুদ। একই দলের স্যাম কারান অলরাউন্ড পারফরম্যান্সে হয়েছেন সিরিজসেরা। ২০১ রানের পাশাপাশি নিয়েছেন ১৭ উইকেট।  এর আগে ইনভিন্সিবলস প্রথম শিরোপা জিতেছিল গত বছর।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা