হোম > খেলা > ক্রিকেট

সিরাজের সঙ্গে লড়াইয়ে পেরেই উঠলেন না লিটন

চট্টগ্রামে বাংলাদেশ-ভারত প্রথম টেস্টের দ্বিতীয় দিনে কথার লড়াইয়ে মেতে উঠেছিলেন লিটন দাস ও মোহাম্মদ সিরাজ। সিরাজের সঙ্গে শেষ পর্যন্ত পেরে ওঠেননি লিটন। বাংলাদেশের এই ব্যাটারের উইকেট নিয়ে শেষ হাসি হাসলেন সিরাজ।

বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারের ঘটনা।  প্রথম বল লিটন দাস ব্যাক ফুটে ঠেকিয়েছিলেন। লিটনকে স্লেজিং করা শুরু করেন সিরাজ। লিটনও কম যাননি। ভারতীয় পেসারের উদ্দেশে লিটন দাস ভাবখানা এমন করেছিলেন যে তিনি কিছুই শোনেননি।

ঠিক এর পরের বলেই লিটনকে বোল্ড করে দিলেন সিরাজ। ভারতীয় পেসারের ইনসুইং ডেলিভারি সোজা ব্যাটে ঠেকাতে গিয়েছিলেন লিটন। বাংলাদেশের এই ব্যাটার বোল্ড হয়ে যান। লিটনকে এরপর সিরাজ ও কোহলি ড্রেসিংরুমের পথ দেখিয়েছিলেন।

চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনে বাংলাদেশ উপহার দিয়েছে হতাশাজনক পারফরম্যান্স। ভারত ৪০৬ রানে প্রথম ইনিংসে অলআউট হয়ে যায়। এরপর বাংলাদেশ ৮ উইকেটে ১৩৩ রানে দিন শেষ করে। ৯ম উইকেটে মেহেদী হাসান মিরাজ ও ইবাদত হোসেনের ৩১ রানের অবিচ্ছেদ্য জুটিতে দিন শেষ করে বাংলাদেশ। ৪ উইকেট নিয়েছেন কুলদীপ যাদব এবং ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ সিরাজ। ২৭১ রানে পিছিয়ে স্বাগতিকদের এখনো ইনিংস পরাজয়ের শঙ্কা কাজ করছে।

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল