হোম > খেলা > ক্রিকেট

ক্রিকইনফোর এশিয়া কাপ একাদশে সাকিব, নেই কোহলি-বাবর

শ্রীলঙ্কাকে উড়িয়ে পাঁচ বছর এশিয়া কাপের শিরোপা জিতেছে ভারত। গতকাল কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ফাইনালকে পুরোপুরি একপেশে বানিয়ে ফেলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। এ নিয়ে রেকর্ড আটবার এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট পরলো টিম ইন্ডিয়া।

এশিয়া কাপের সেরা পারফরমারদের নিয়ে ইতিমধ্যে বেশ কয়েকটি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট সেরা একাদশ প্রকাশ করেছে। আজ তেমন এক একাদশ প্রকাশ করল ক্রিকইনফোও। তাদের একাদশে বাংলাদেশিদের মধ্যে জায়গা পেয়েছেন শুধু অলরাউন্ডার সাকিব আল হাসান। পাকিস্তানিদের মধ্যেও শুধু আছেন একজন—পেসার শাহীন শাহ আফ্রিদি।

তিনজন ফাইনালিস্ট শ্রীলঙ্কার—ব্যাটার কুশল মেন্ডিস, চারিথ আসালাঙ্কা ও স্পিনার দুনিথ ভেল্লালাগে। বাকি সবাই চ্যাম্পিয়ন ভারতের। তাঁদের মধ্যে আছেন ফাইনালের সেরা খেলোয়াড় সিরাজ ও টুর্নামেন্ট সেরা স্পিনার কুলদীপ যাদব। অধিনায়ক হিসেবে আছেন রোহিত শর্মা আর উইকেটরক্ষক লোকেশ রাহুল। টুর্নামেন্টের ছয় দলের মধ্যে একাদশে জায়গা হয়নি আফগানিস্তান ও নবাগত নেপালের কোনো খেলোয়াড়ের।

একটি করে সেঞ্চুরি পেলেও একাদশে জায়গা হয়নি ভারতের বিরাট কোহলি ও পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। একাদশে জায়গা পাওয়া বাংলাদেশ অধিনায়ক সাকিব এশিয়া কাপে ৫ ইনিংসে ৪৩.২৫ গড় ও ৯৭.১৯ গড়ে করেছেন ১৭৩ রান। সর্বোচ্চ ইনিংস ৮০। ৬৩.৬৬ গড়ে নিয়েছেন ৩টি উইকেট।

ক্রিকইনফো এশিয়া কাপ একাদশ: শুবমান গিল (ভারত), রোহিত শর্মা (অধিনায়ক, ভারত), কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা), লোকেশ রাহুল (ভারত, উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা (শ্রীলঙ্কা), সাকিব আল হাসান (বাংলাদেশ), হার্দিক পান্ডিয়া (ভারত), দুনিথ ভেল্লালাগে (শ্রীলঙ্কা), শাহীন শাহ আফ্রিদি (পাকিস্তান), কুলদীপ যাদব (ভারত)।

ক্রিকেটারদের বিপিএল ‘বয়কট’, নোয়াখালী-চট্টগ্রামের ম্যাচ তাহলে হচ্ছে না

ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া পরিচালকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিসিবি

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া