হোম > খেলা > ক্রিকেট

আমরা সবাই নার্ভাস ছিলাম, বলছেন তাসকিন

ব্রিসবেনে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে শেষ বল পর্যন্ত ছিল  উত্তেজনা। বাংলাদেশ না জিম্বাবুয়ে—কে জিতবে, তা-ই যেন বুঝে ওঠা যাচ্ছিল না। শ্বাসরুদ্ধকর এই ম্যাচে ৩ রানের জয় পায় বাংলাদেশ। এই ম্যাচে সবাই খুব নার্ভাস ছিলেন এমনটাই জানিয়েছেন তাসকিন আহমেদ।

জিম্বাবুয়ের জিততে শেষ বলে দরকার ছিল ৫ রান। এই বল নিয়েই হয় যত নাটকীয়তা।মোসাদ্দেক হোসেন সৈকতের বলে স্টাম্পিং হয়েছিলেন ব্লেসিং মুজারাবানি। তবে টিভি রিপ্লেতে দেখা যায়, স্টাম্পের আগে থেকে বল ধরেছিলেন নুরুল হাসান সোহান। এটাকে নো-বল ডাকেন আম্পায়াররা। শেষ বলটা তাই হয়ে যায়  ফ্রি-হিট। আর ফ্রি-হিট বলটা মোসাদ্দেক ডট দিলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করলেন তাসকিন। বাংলাদেশের এই পেসার বলেন, ‘আমরা সবাই নার্ভাস ছিলাম। এটা খুবই দারুণ ম্যাচ ছিল। আমাদের জন্য সহজ ছিল না।’

এবারের বিশ্বকাপে দুটি ম্যাচ জেতে বাংলাদেশ। আর দুটি ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন তাসকিন। ব্রিসবেনে আজ ৪ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। একটা ওভার মেডেনও দিয়েছিলেন। নিজের প্রক্রিয়ায় ফোকাস রাখার ফলাফল পাচ্ছেন বলে জানিয়েছেন তাসকিন।

তাসকিনের সঙ্গে আরেক পেসার মোস্তাফিজুর রহমানও আজ নিয়েছেন ২ উইকেট। তাসকিন মনে করেন, একঝাঁক দুর্দান্ত ফাস্ট বোলার বাংলাদেশের আছেন। পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড এবং সাপোর্টিং স্টাফকেও ধন্যবাদ জানালেন তাসকিন। বাংলাদেশের এই পেসার বলেন, ‘নিজের প্রক্রিয়ায় ফোকাস রাখছিলাম এবং এটাই তার ফলাফল। সবকিছু ভালোভাবেই হচ্ছে। আমাদের একঝাঁক দারুণ ফাস্ট বোলার আছে এবং উন্নতি করছে। অ্যালান ডোনাল্ড এবং অন্যান্য সাপোর্টিং স্টাফও সাহায্য করছেন। আশা করি, সামনে আমরা আরও উন্নতি করব।’

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু