হোম > খেলা > ক্রিকেট

ব্যথা পেয়েছেন মুশফিক, বাংলাদেশের আরেক চিন্তা

নিজস্ব প্রতিবেদক, দিল্লি থেকে

অরুণ জেটলি স্টেডিয়ামের নেটে আজ থ্রোয়ারের ছোড়া শর্ট বলটা ডান হাতের আঙুল ছুঁয়ে গেল মুশফিকুর রহিমের। ব্যথায় কাতরাতে কাতরাতে বসেই পড়লেন বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার। তাঁর কাছে দ্রুত দৌড়ে গেলেন দলের চিকিৎসক। 

তাৎক্ষণিক সেবা-শুশ্রূষা নিয়ে মুশফিক আবার উঠে দাঁড়িয়েছিলেন। দুই ওভারের মতো খেলার পরই তাঁর অনুশীলন শেষ হয়ে যায়। দূর থেকে দেখে মনে হলো, ডান হাতের তর্জনীতে ব্যথা পেয়েছেন। কিছুক্ষণ অনুশীলনে দাঁড়িয়ে থেকে পরে চলে গেলেন ড্রেসিংরুমে। সেখানে বরফ চিকিৎসা নিতে দেখা গেল তাঁকে। 

এমনিতে হারতে হারতে ক্লান্ত বাংলাদেশ। সমশক্তির দল শ্রীলঙ্কার বিপক্ষে কাল যখন বাংলাদেশের লক্ষ্য ঘুরে দাঁড়ানোর, ঠিক এই সময়ে মুশফিকের ব্যথা পাওয়ার দুঃসংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে মুশফিকের রেকর্ড সব সময়ই ভালো। লঙ্কানদের পেলেই তাঁর ব্যাট হাসে, সেই তিনিই ঠিক ম্যাচের আগের দিন চোট পেলেন। 

কাল দিল্লিতে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের আগে আলোচনায় বায়ুদূষণ। এ নিয়ে আজ দুপুরে সংবাদ সম্মেলনে একাধিক প্রশ্নের উত্তর দিতে হলো বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে। বাংলাদেশ আজ দুপুরে নিজেদের অনুশীলন ঠিকঠাক সেরেছে। দুপুরে একঝলক সূর্যের দেখাও মিলল। এ রকম কন্ডিশন থাকলে কাল ম্যাচ ঠিক সময়েই হয়ে যাবে বলে আশাবাদী আয়োজকেরা।

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ!

বিশ্বকাপ-ইস্যুতে লিটনদের সঙ্গে বসবেন ক্রীড়া উপদেষ্টা

ফাইনালে চট্টগ্রামকে পেল রাজশাহী

বিশ্বকাপ-ইস্যুতে রাতেই ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসছে বিসিবি

রিশাদের লক্ষ্য এখন ‘ফাইনাল’

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের সূচি বদলাবে না আইসিসি

ভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নেবে আইসিসি

আইসিসিতে বাংলাদেশের ভাগ্যনির্ধারণী সভা শুরু

বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধের আবেদন খারিজ করলেন ভারতীয় আদালত