হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাবরদের শুরু থেকেই পেটাতে বলছেন আমির

ইতিবাচক মানসিকতা নিয়ে খেললে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে জয় পাবে পাকিস্তান, এমনটাই বলছেন দেশটির সাবেক পেসার মোহাম্মদ আমির। প্রয়োজনে অজিদের বিপক্ষে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানকে শুরু থেকেই হাত খুলে খেলার পরামর্শ আমিরের। 

পাওয়ার প্লে-তে উইকেট ধরে রাখার মানসিকতা থেকে সরে আসতে সতীর্থদের আহ্বান জানিয়েছেন আমির। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, ‘দুবাই এবং আবুধাবিতে সব দলের চিন্তা থাকে গড়ে ১৬০ করে রান করা। আর এই রান তুলতে হলে পাওয়ার প্লের সুবিধা নিতে হবে। নামিবিয়া ম্যাচটার দিকে লক্ষ করলে বুঝতে পারবেন, তাদের বিশ্বমানের কোনো বোলার ছিল না কিন্তু পাকিস্তান পাওয়ার প্লের সুবিধা নিতে পারেনি। তখন শেষের দিকে এসে রান তুলতে হয়েছে।’ 

অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু থেকে রান করতে না পারলে বড় সংগ্রহ গড়া কঠিন হবে বলে সতীর্থদের সতর্ক করেছেন আমির, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি শেষ চার ওভারে ৬০ রান তুলতে পারবেন না। অজি বোলাররা সেই সুযোগ দেবে না। পাকিস্তানি ব্যাটসম্যানদের শুরু থেকেই রান তোলা নিশ্চিত করতে হবে। যদি উইকেট বাঁচিয়ে খেলার পরিকল্পনা হয় তাহলে বড় রান হবে না। ১৬০ রান তুলতে হলে পাওয়ার প্লেতে ৩৫-৪০ রান করতে হবে।’ 

সুপার টুয়েলভে সব ম্যাচ জিতেই সেমিতে এসেছে পাকিস্তান। তবে বাবরদের আসল পরীক্ষা শেষ চারেই হবে বলে মতো সাবেক পেসারের, ‘পাকিস্তানের আসল পরীক্ষা হবে এখন। অস্ট্রেলিয়া দারুণ খেলছে আর পাকিস্তানকে তাদের হারাতে হলে সেরাটাই দিতে হবে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেভাবে ১৬ ওভারে ১৬০ রান করে অস্ট্রেলিয়া জিতে গেল তাতেই বোঝা যাচ্ছে তাদের ব্যাটসম্যানরা দারুণ ছন্দে আছে।’ 

শেখ মেহেদী কি গরিবের সাকিব আল হাসান

ক্রিকেটার হিসেবে অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই

বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিলে আইনি পথ দেখবে বিসিবি

বাংলাদেশের সমর্থনে আইসিসিকে চিঠি দিল পাকিস্তান

বিপিএল খেলতে ঢাকায় কেন উইলিয়ামসন

এগোলেন সুপ্তা, পেছালেন জ্যোতি

সবার আগে ফাইনালে বিসিবির দল

নিদাহাস ট্রফিতে শেষ বলে ভারতের ছক্কার স্মৃতি মনে পড়ল লিটনের

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ, এখন বাংলাদেশের সমীকরণ কী

কার ডাকে শেষ মুহূর্তে বিপিএল খেলতে এসেছেন ওকস