হোম > খেলা > ক্রিকেট

শীর্ষ পাঁচে ভারতের হয়ে রোহিত আর আন্তর্জাতিকে কোহলি

টানা দ্বিতীয় সেঞ্চুরি করার দুর্দান্ত সুযোগ পেয়েছিলেন রোহিত শর্মা। তবে ৮০ রানে আউট হওয়ায় তা আর করতে পারেননি। সেই সুযোগ হাতছাড়া করলেও ভারতের হয়ে একটি কীর্তি গড়েছেন তিনি। 

অবশ্য পোর্ট অব স্পেন টেস্টে শুধু রোহিতই নজির গড়েননি, বিরাট কোহলিও গড়েছেন। সঙ্গে দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ-ভারত নিজেদের মধ্যে শততম টেস্ট খেলছে। শুরুটা করা যাক রোহিতকে দিয়েই। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে রানে পাঁচে উঠে এসেছেন ভারতীয় অধিনায়ক। তাঁকে জায়গা দিতে ছয়ে নেমে গেছেন ভারতের সাবেক অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। 

সব সংস্করণ মিলিয়ে ১৭২৯৮ রান করেছেন রোহিত। ম্যাচ খেলেছেন ৪৪৩টি। ম্যাচ ও রানের সংখ্যা যে বাড়বে, তা না বললেও চলে। অন্যদিকে ৫৩৫ ম্যাচে ১৭০৯২ রান করেছেন ধোনি। ৬৬৪ ম্যাচে ৩৪৩৫৭ রানে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। 

অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলতে নেমেই রেকর্ড গড়েছেন কোহলি। সব সংস্করণ মিলিয়ে ৫০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করেছেন ভারতের ‘রান মেশিন’। আর রানে রোহিতের মতো তিনিও পাঁচে উঠে এসেছেন। তবে ভারতের হয়ে নন, আন্তর্জাতিক সব ক্রিকেটারদের মধ্যে।

২৫৫৪৮ রানে ব্যাটারদের তালিকায় পাঁচে আছেন কোহলি। শীর্ষ পাঁচে উঠতে গিয়ে পেছনে ফেলেছেন জ্যাক ক্যালিসকে। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি অলরাউন্ডার ৫১৯ ম্যাচে রান করেছেন ২৫৫৩৪। এখানে শীর্ষ রানের তালিকায় সবার শীর্ষে যথারীতি শচীন। আর কোহলি ভারতীয় ব্যাটারদের তালিকায় দুইয়ে।

ভারতের তালিকায় শচীনকে স্পর্শ বা ছাড়িয়ে যাওয়া কঠিন হলেও আন্তর্জাতিকে আরও দু-একজন কিংবদন্তি ব্যাটারকে পেছনে ফেলার সুযোগ পাচ্ছেন কোহলি। তাঁর ওপরে ৬৫২ ম্যাচে ২৫৯৫৭ রানে চারে আছেন শ্রীলঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনে। তিনে থাকা অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের রান ২৭৪৮৩। ম্যাচ খেলেছেন ৫৬০টি। আর শ্রীলঙ্কার আরেক লিজেন্ড কুমার সাঙ্গাকারা আছেন দুইয়ে। এই উইকেটরক্ষক ব্যাটারের রান ৫৯৪ ম্যাচে ২৮০১৬।

মাহেলা, পন্টিংয়দের যেমন স্পর্শ করার সুযোগ পাচ্ছেন কোহলি, তেমনি এই টেস্টে আরেকটি সেঞ্চুরিও হাঁকানোর সুযোগ আছে তাঁর সামনে। টেস্ট ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি পেতে ১৩ রান দূরে তিনি। ১৬১ বলে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ৮৭ রানে অপরাজিত আছেন ৩৪ বছর বয়সী ব্যাটার। প্রথম দিন শেষে ভারতের রান ৪ উইকেটে ২৮৮। কোহলির সঙ্গে ৩৬ রানে অপরাজিত আছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

বিয়ে করেছেন ক্রিকেটার রুমানা

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপ শুরু যুবাদের

শতভাগ ফিট হয়ে নির্বাচকেদের দিকে তাকিয়ে খাজা

প্রথম ম্যাচেই বাংলাদেশকে চ্যালেঞ্জ জানাল আফগানিস্তান

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ ভারতের ৪ ক্রিকেটার

হ্যাট্রটিক শিরোপার মিশনে ফিল্ডিংয়ে বাংলাদেশ

২২৯ রান করেও আফসোসটা থেকেই গেল ডাচ ক্রিকেটারের

ইংল্যান্ড দলে ২০ বছরে যা পাননি, এবার তা-ই পেলেন অ্যান্ডারসন

গম্ভীর কি ক্রিকেট কোচ নাকি ফুটবল কোচ, প্রশ্ন ভারতীয় ক্রিকেট বিশ্লেষকের

গতিতারকা শোয়েব আখতারকে যেভাবে কাজে লাগাতে চায় ঢাকা