হোম > খেলা > ক্রিকেট

মিরপুরে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টিকিটের দাম কত 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-টোয়েন্টি সিরিজের চট্টগ্রাম পর্ব শেষ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের শেষ অংশ। শেষ অংশের জন্য টিকিটের দাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

মিরপুরে টিকিটের সর্বনিম্ন দাম ২০০ টাকা ও সর্বোচ্চ দাম ১৫০০ টাকা। সর্বনিম্ন ২০০ টাকায় ম্যাচ দেখা যাবে পূর্ব পাশের গ্যালারিতে বসে। উত্তর ও দক্ষিণ অংশের টিকিটের দাম ৩০০ টাকা। ৫০০ টাকায় ক্লাব হাউজের গ্যালারিতে বসে দর্শকেরা ম্যাচ উপভোগ করতে পারবেন। ভিআইপি স্ট্যান্ডের টিকিটের দাম ১০০০ টাকা। সর্বোচ্চ ১৫০০ টাকা টিকিটের দাম গ্র্যান্ড স্ট্যান্ডের। 

টিকিট বিক্রি করা হবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। ম্যাচের দুই দিন আগে, আগের দিন ও ম্যাচের দিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। অনলাইনে টিকিট কাটলে তা সংগ্রহ করা যাবে অ্যাকাডেমি গ্রাউন্ডের কাছে। ম্যাচের আগের দিন অনলাইনের টিকিট নেওয়া যাবে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে বুথ থেকে টিকিট নেওয়া যাবে। অনলাইনে টিকিট বিক্রি হবে আগামীকাল থেকে।  

প্রথম তিন ম্যাচ জিতে বাংলাদেশ আগেই টি-টোয়েন্টি সিরিজ জিতে গেছে। মিরপুরে ১০ ও ১২ মে হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। মুখোমুখি ২৩ ম্যাচের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ১৬ ম্যাচ, জিম্বাবুয়ে ৭ ম্যাচ জিতেছে। 

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু