হোম > খেলা > ক্রিকেট

‘ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মঙ্গল গ্রহেও যেতে রাজি’

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ধ্রুপদি লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে রোমাঞ্চ ছড়ায় পরতে পরতে। দল দু’টির রুদ্ধশ্বাস লড়াই দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন ক্রীড়াপ্রেমীরা। তবে অন্যান্য ক্রীড়াপ্রেমীদের থেকে আলাদা ভারতের সাবেক ব্যাটার ফারুক ইঞ্জিনিয়ার। ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য যেকোনো জায়গায় যেতে রাজি তিনি।

ফারুকের মতে, ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে মঙ্গল গ্রহেও যেতে রাজি তিনি। খালিজ টাইমসকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমনটিই জানিয়েছেন ফারুক ইঞ্জিনিয়ার, ‘যেকোনো জায়গা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে ভালোবাসি। এমনকি দু’দলের খেলা মঙ্গল গ্রহে হলে সেখানেও যেতে রাজি আছি।’

১৯৬০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন ফারুক। তাঁর সময় ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজে কোনো ঝামেলা ছিল না, এখন যতটা হচ্ছে। দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এখন দু’দলের দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ রয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচ দেখার জন্য ক্রীড়াপ্রেমীদের তীর্থের কাকের মতো অপেক্ষা করতে হয়। কেননা শুধু এখন আইসিসি ও এসিসির বৈশ্বিক টুর্নামেন্টেই চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াই দেখা যায়।

এবারে বিশ্বকাপেও রোমাঞ্চকর লড়াই দেখা গেছে ভারত-পাকিস্তানের মধ্যে। ম্যাচের নিষ্পত্তি হয়েছে শেষ বলে। রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে ভারত। সেই ম্যাচের ম্যাচ সেরা বিরাট কোহলিকে নিয়ে ফারুক বলেছেন, ‘কোহলি অবিশ্বাস্য এক ইনিংস খেলেছে। শেষ ওভারে ভারত কিছুটা ভাগ্যের সহায়তা পেয়েছিল। আমরা সবকিছু দেখেছি। এটি ছিল ভারত-পাকিস্তান ম্যাচের দুর্দান্ত এক ফিনিশিং।’

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ