বিশ্বকাপ রানার্সআপ নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে ভারত। কলকাতার ইডেন গার্ডেনের লড়াইয়ে ভারতের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি কিউইরা। সফরকারীদের অসহায় আত্মসমর্পণে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে রোহিত শর্মার দল জিতেছে ৭৩ রানে।
এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৪ রান সংগ্রহ করে ভারত। নিউজিল্যান্ড অলআউট হয় ১১১ রানে।
লক্ষ্য তাড়ায় মার্টিন গাপটিল এক প্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তে চলছিল উইকেট বৃষ্টি। ৫ রান করে আউট হন ডেরিল মিচেল। রানের খাতায় খুলতে পারেননি মার্ক চ্যাপমান ও গ্লেন ফিলিপস। তিনজনকেই ফেরান অক্ষর প্যাটেল। দলীয় ৬৯ রানে ফেরেন গাপটিলও। ৩৬ বলে ৫১ রান করেন এই কিউই ওপেনার। ১৭ রান করে রানআউট হন টিম সেইফার্ট। স্কোরবোর্ডে ৩ রানের বেশি যোগ করতে পারেননি জিমি নিশামও। ৭৬ রানে ৬ উইকেট হারিয়ে ততক্ষণে নিউজিল্যান্ড একরকম ম্যাচের বাইরে। এরপর নিয়মিত উইকেট হারিয়ে কিউইরা থামে ১১১ রানে।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও ঈশান কিষান। ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ৬ ওভারে এ দুজন সংগ্রহ করেন ৬৯ রান। এরপর ঈশানকে (২৯) ফিরিয়ে এ জুটি ভাঙেন মিচেল স্যান্টনার। রানের খাতা খোলার আগে সূর্যকুমার যাদবকেও ফেরান স্যান্টনার। দলীয় ৮৩ রানে স্যান্টনারের তৃতীয় শিকারে পরিণত হন ঋষভ পন্ত (৪)। সেখান থেকে জুটি গড়েন রোহিত ও শ্রেয়াস আইয়ার। দলীয় ১০৩ রানে রোহিতের বিদায়ে ভাঙে এ জুটি। ফেরার আগে ৩১ বলে ৫৬ রান করেন ভারত অধিনায়ক।
দ্রুত ১৫ বলে ২০ রান আউট হন ভেঙ্কাটেশ আইয়ার। এরপর বেশিক্ষণ টিকতে পারেননি শ্রেয়াসও (২৫)। ১৪০ রানে ভারত হারায় ৬ উইকেট। তবে শেষ দিকে ঝোড়ো গতিতে রান নিয়ে ভারতকে ১৮৪ রানে পৌঁছে দেন হার্শাল প্যাটেল ও দীপক চাহার। ১১ বলে অপরাজিত ১৮ রান করেন হার্শাল। দিপক টিকে থাকেন ৮ বলে ২১ রান করে।