আফগানিস্তানের বিপক্ষে শেষ ওভারে রোমাঞ্চকর জয়ে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। গত বুধবার শারজায় সুপার ফোরের ম্যাচটিতে বেশ কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটে।
আউট হওয়ার পর মাঠেই আফগান পেসার ফরিদ আহমেদকে ব্যাট উঁচিয়ে মারতে যান পাকিস্তানি ব্যাটার আসিফ আলী। আর ম্যাচ শেষে স্টেডিয়ামে সংঘর্ষে জড়ান দুই দেশের সমর্থকেরা। আফগান সমর্থকেরা স্টেডিয়ামের চেয়ারও ভাঙচুর করেন। তা নিয়ে পক্ষে-বিপক্ষে কথা বলছেন দুই দেশের সাবেক ও বর্তমান ক্রিকেটাররা।
এবার পাকিস্তানের গণমাধ্যম জিও লাইভের খবর, পেশোয়ারে পাকিস্তান সমর্থকদের বাঁধভাঙা জয় উদ্যাপনের সময় বাতাসে ছোড়া গুলিতে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন নারী। এই ঘটনায় জড়িত ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত দুজনের নাম সুদাইস ও কাইয়ুম।