হোম > খেলা > ক্রিকেট

গ্যালারিতে গিয়ে ভক্তদের বল উপহার দিলেন ধোনি

তাঁর ক্ষুরধার নেতৃত্ব আর উইকেটকিপিং দক্ষতা নিয়ে প্রশ্ন নেই কারও। কিন্তু শম্বুক গতির ব্যাটিং নিয়ে বইছিল সমালোচনার ঝড়। 

মহেন্দ্র সিং ধোনি নাকি ইদানীং চেন্নাই সুপার কিংসকে হারানোর ‘পণ’ করে ব্যাটিংয়ে নামেন—এমন কটু কথায় ছেয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম। ধোনি সেসবে কর্ণপাত করেননি কখনো। করার প্রয়োজনও মনে করেননি। বারবার ব্যাটকেই যে তরবারি বানিয়ে দিয়েছেন জবাব! গত রাতেও দিলেন। 

‘বুড়ো’ ধোনির ভেলায় চড়েই কাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে উঠে গেছে চেন্নাই সুপার কিংস। দুবাইয়ে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে তাঁর ৬ বলে ১৮ রানের ইনিংসটিই (৩ চার, ১ ছক্কা) গড়ে দিয়েছে ব্যবধান। আরেকবার বুঝিয়ে দিয়েছেন, বড় ম্যাচের স্নায়ুচাপ সামলে কীভাবে ম্যাচ বের করে আনতে হয়। 

ধোনির ‘ফিনিশিং শট’টা দেখার পর মেয়ে জিভাকে বুকে জড়িয়ে আবেগতাড়িত হয়ে পড়েন স্ত্রী সাক্ষী। কেঁদে ‘গ্যালারি ভাসান’ দুই খুদে সমর্থকও। তাদের চাওয়াটা অবশ্য ভিন্ন। 

চেন্নাইয়ের জার্সি পরে খেলা দেখতে আসা দুই শিশু সমর্থক ধোনিকে কাছ থেকে দেখতে চেয়েছিল। ম্যাচ জিতিয়ে ড্রেসিংরুমে ফিরে ঘটনাটি জানতেই তাদের আবদার পূরণ করেছেন ধোনি। ড্রেসিংরুম থেকে বেরিয়ে ওপর তলার গ্যালারিতে থাকা দুই ভক্তের দৃষ্টি আকর্ষণ করেন ‘ক্যাপ্টেন কুল’। এরপর ম্যাচ জেতানো বলটায় অটোগ্রাফ দিয়ে উপহার দেন তাদের। প্রিয় ক্রিকেটারের কাছ থেকে উপহার পাওয়ার পরেই শুরু হয় তাদের সীমাহীন আনন্দ।

এই না হলেন ধোনি! এই না হলেন ‘মিস্টার ফিনিশার’! 

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি