হোম > খেলা > ক্রিকেট

ভারতের কাছে অস্ট্রেলিয়ার ভরাডুবিতে অবাক হননি ভন 

নাগপুরে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে অসহায় আত্মসমর্পণ করেছে অস্ট্রেলিয়া। মাত্র তিন দিনে শেষ হওয়া ম্যাচে ইনিংস ও ১৩২ রানে হেরেছে অজিরা। অস্ট্রেলিয়ার এমন ভরাডুবিতে মোটেও অবাক হননি মাইকেল ভন।

দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার ঘূর্ণিতে প্রথম দিন থেকেই হাঁসফাঁস করতে থাকে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে জাদেজা নিয়েছেন ৫ উইকেট, অশ্বিন নিয়েছেন ৩ উইকেট। এ দুই স্পিনারের ঘূর্ণিতে পরাস্ত অস্ট্রেলিয়া ১৭৭ রানে অলআউট হয় প্রথম ইনিংসে। আর দ্বিতীয় ইনিংসেও অজিদের কোমর ভেঙে দিয়েছে অশ্বিন-জাদেজা জুটি। ২২৩ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া অলআউট হয় ৯১ রানে, যেখানে অশ্বিন দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ৫ উইকেট আর জাদেজা নিয়েছেন ২ উইকেট।

ভারতের বিপক্ষে অধিকাংশ দলই এভাবে ধরা খায় বলে জানিয়েছেন ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক গতকাল টুইটারে লিখেছেন, ‘এসব কন্ডিশনে অস্ট্রেলিয়ার বিধ্বস্ত হওয়াতে অবাক হওয়ার কিছু নেই। এমন ভালো দলের বিপক্ষে অধিকাংশ দলের একই রকম অবস্থা হয়। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জুটিকে তাদের কন্ডিশনে মোকাবিলা করা কঠিন। অস্ট্রেলিয়ার ফিরে আসার কোনো সুযোগই দেখছি না।’

তিন দিনে শেষ হওয়া নাগপুর টেস্টের পর ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে দিল্লিতে। ১৭ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টেস্ট। ১ মার্চ ও ৯ মার্চ ধর্মশালা ও আহমেদাবাদে হবে তৃতীয় ও চতুর্থ টেস্ট।

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া

অ্যাশেজে ক্রিকেটারদের মদ্যপান নিয়ে তদন্তে কী পেল ইংল্যান্ড

দুই উপদেষ্টার ‘গ্রিন সিগন্যাল’ পেয়েও দেশে আসতে পারেননি সাকিব

সাত বছর কোমায় থাকার পর লঙ্কান ক্রিকেটারের মৃত্যু