হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতেও হার বাংলাদেশের যুবাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টেস্ট ও ওয়ানডে সিরিজের পর একমাত্র টি-টোয়েন্টিও হেরেছেন বাংলাদেশ যুবারা। রাজশাহীতে আজ বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়েছেন পাকিস্তান যুবারা। তাতে জিশান আলমের বিধ্বংসী ফিফটিও একরকম বৃথা হয়ে গেল। 

বাংলাদেশের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য ৬ উইকেট হারিয়ে, ৫ বল হাতে রেখেই তাড়া করে পাকিস্তান। শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক মির্জা সাদ বেগ। 

ব্যাটিংয়ে শুরুটা অবশ্য খারাপ হয়নি বাংলাদেশের। ওপেনিং জুটিতে জিশান ও মইনুল ইসলাম তোলেন ৭২ রান। ১০ম ওভারের শুরুতে জিশানকে ফিরিয়ে পাকিস্তানকে ব্রেকথ্রু এনে দেন আহমেদ হোসাইন। ২৬ বলে ৫ ছক্কা ও ৪ চারে ৫২ রানের ইনিংসে বাংলাদেশকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন জিশান। তবে পরের ব্যাটারদের মধ্যে ঝোড়ো ইনিংস খেলতে পারেননি আর কেউ। ২৫ বলে ৩ চারে ৩০ রান আসে আরিফুল ইসলামের ব্যাট থেকে। ১০ বলে ২০ রান করেন অধিনায়ক আহরার আমিন।  

এতে ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৫৬ রান। পাকিস্তানের হয়ে দুটি উইকেট নেন আহমেদ হোসাইন। একটি করে উইকেট নিয়েছেন আলি আসফান্দ ও আমির হাসান। 

শামিল হোসেনের ৭ চার ও ১ ছক্কায় ৪৯ বলে ৬৭ রান, সাদ বেগের ২৪ এবং শেষ দিকে আরাফাত আহমেদ মিনহাজের ২২ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংসে ১৯.১ ওভারে লক্ষ্য তাড়া করেন পাকিস্তান যুবারা। বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নেন ইকবাল হাসান ইমন। ২টি উইকেট নেন বর্ষণ।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ