পঞ্চম উইকেটে সৌদ শাকিল ও সরফরাজ আহমেদের ১৫০ রানের জুটিতে করাচি টেস্টের তৃতীয় দিন নিজেদের করে নিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের চেয়ে প্রথম ইনিংসে ৪২ রানে পিছিয়ে আছে স্বাগতিকেরা। কিউইরা প্রথম ইনিংসে করে ৪৪৯ রান।
দিনের শুরুতে ওপেনার ইমাম-উল-হককে হারানোর পর জুটি বাঁধেন শাকিল ও সরফরাজ। এই জুটি থামে দলীয় ৩৩২ রানে।
সরফরাজ ৭৮ রানে ফিরলেও টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন শাকিল। তাঁর ব্যাটে ভর করে ৯ উইকেটে ৪০৭ রানে দিন পার করেছে পাকিস্তান। সারা দিনে কিউই বোলারদের প্রাপ্তি ৬ উইকেট।
৩ উইকেটে ১৫৪ রান নিয়ে করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষ করেছিল পাকিস্তান। তার সঙ্গে আর ২৮ রান জমা হতেই টিম সাউদির বলে উইকেটের পেছনে টম ব্লান্ডেলের গ্লাভসে ধরা পড়েন ইমাম (৮৩)। ৭৪ রান নিয়ে দিন শুরু করেছিলেন তিনি।
১৩ রান নিয়ে দিন শুরু করা শাকিল সেঞ্চুরি তুলে নেন ইনিংসের ৯৯তম ওভারে। তিন অঙ্কের ঘরে পা রাখার পথে আগা সালমানের সঙ্গে ৫৩ রানের জুটিও গড়েন। ৩৩৬ বলে ১৭ চারে ১২৪ রানে অপরাজিত আছেন শাকিল। লেজের ব্যাটার আবরার আহমেদকে (০) সঙ্গে নিয়ে চতুর্থ দিন শুরু করবেন তিনি।