হোম > খেলা > ক্রিকেট

শান্ত বলছেন, এমনটা তো আগে কখনো করেনি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের পর হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। ভারতের মাঠে টেস্ট সিরিজে বিধ্বস্ত হয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। সেই রেশ কাটতে না কাটতেই শান্তরা দক্ষিণ আফ্রিকার কাছে মিরপুরে হেরেছেন বাজেভাবে। 

টেস্টে দিনের প্রথম সেশনে বাংলাদেশের হাঁটু কাঁপার মতো অবস্থা খুবই পরিচিত ঘটনা। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট এই যে মাত্র শেষ হলো, সেখানে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেছে। বাংলাদেশের ব্যাটাররা যেখানে অথৈ সাগরে হাবুডুবু খাচ্ছেন, সেখানে প্রোটিয়ারা ব্যাটিং করেছে সাবলীলভাবে। 

১০৬ রানের লক্ষ্যে নেমে ২২ ওভারেই ৩ উইকেটে সেটা করে ফেলে এইডেন মার্করামের দক্ষিণ আফ্রিকা। ৭ উইকেটে হারের পর ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘আমরা দল হিসেবে হেরে গেছি।আলাদাভাবে কারও ব্যাপারে কিছু বলতে চাইছি না। তবে আমরা দল হিসেবে ভালো ব্যাটিং করতে পারি। সবাই তো সেটা জানি।’

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন শান্ত। চতুর্থ ইনিংসে ব্যাটিং করা কঠিন হবে দেখেই এমন সিদ্ধান্ত বলে বাংলাদেশ অধিনায়ক টসের সময় বলেছিলেন। কিন্তু কিসের কী! প্রথম ইনিংসে ১০৬ রানেই শেষ বাংলাদেশ। বেশির ভাগ উইকেটই ছিল দৃষ্টিকটু। এমনকি বাংলাদেশের দুই দিনে হেরে যাওয়ার শঙ্কাও তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই বিব্রতকর পরিস্থিতি থেকে কোনো রকমে রক্ষা পেয়েছেন শান্তরা। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এমন পরিস্থিতিতে এটা আমরা আগে কখনো করিনি। নতুন বলের বিপক্ষে খেলতে ব্যাটারদের দায় নিতেই হবে।’

দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে করেছে ৩০৮ রান। ২০২ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে পরিণত হয় ১১২ রানে। তৃতীয় দিনে এমন হতশ্রী অবস্থা থেকে বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নেন মেহেদী হাসান মিরাজ। সপ্তম উইকেটে জাকের আলী অনিকের সঙ্গে ১৩৮ রানের জুটি গড়তে অবদান রাখেন মিরাজ। বাংলাদেশ যে দ্বিতীয় ইনিংসে ৩০৭ রান করেছে, সেখানে সর্বোচ্চ ৯৭ রান মিরাজের। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিরাজের পাশাপাশি তাইজুল ইসলামের কথাও এসেছে। এই ম্যাচে তিনি নিয়েছেন ৮ উইকেট, যার মধ্যে প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন। এরপর প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসের ৩ উইকেটের ৩টাই নেন তাইজুল। শান্ত বলেন, ‘অবশ্যই বড় পাওয়া (তাইজুল, মিরাজ)। আমরা ২০০ রানে পিছিয়ে ছিলাম। মিরাজ যেভাবে ব্যাটিং করেছে, সেটা অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে।’

আরও পড়ুন:

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান

রংপুরের অধিনায়কত্ব লিটনের কাছে কোনো ‘বোঝা’ নয়

বিপিএলের সূচি পরিবর্তনের ধকল যাবে ক্রিকেটারদের ওপর দিয়েই

ভারতকে হারালে সবচেয়ে বেশি খুশি হয় বাংলাদেশ, বলছেন মিরাজ

‘অপরিচিত নম্বর থেকে ক্রিকেটারদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে’

যখন বিয়ে করেছিলাম, সে রকম চাপ মনে হয়েছে: বিপিএল ইস্যুতে বিসিবি পরিচালক