হোম > খেলা > ক্রিকেট

শাহীনের তোপ সামলে সেঞ্চুরির অপেক্ষায় ধনঞ্জয়া

বেরসিক বৃষ্টি বাগড়া না দিলে হয়তো আজই সেঞ্চুরিটা পেয়ে যেতেন ধনঞ্জয়া ডি সিলভা। প্রাকৃতিক দুর্যোগে কারও কিছু করার না থাকায় শ্রীলঙ্কান ব্যাটারকে ক্যারিয়ারের ১০ তম সেঞ্চুরির জন্য অপেক্ষাই করতে হচ্ছে।

ধনঞ্জয়াকে করতে হলেও শাহিন শাহ আফ্রিদিকে আর অপেক্ষা করতে হচ্ছে না। চোটের কারণে দীর্ঘ এক বছর টেস্ট ক্রিকেট থেকে বাইরে ছিলেন পাকিস্তানি পেসার। এতে করে তাঁর উইকেটের সেঞ্চুরিও আটকে গিয়েছিল। গল টেস্টেই চোটে পড়েছিলেন তিনি।

আজ সেই গলে অপেক্ষা ফুরালেন শাহিন। নিশান মাদুশকাকে উইকেটের পেছনে সরফরাজ আহমেদের ক্যাচ বানিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। শততম উইকেট নেওয়ার পরে আরও দুই উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার। তাঁর বোলিং তোপে এক সময় ৫৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। সেখান থেকে ধনঞ্জয়াকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামলান অ্যাঞ্জেলো ম্যাথুস। পঞ্চম উইকেটে ১৩১ রান যোগ করেন দুজনে।

৬৪ রানে ম্যাথুস ফিরে গেলে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করেন ধনঞ্জয়া। সামারাবিক্রমাকে ৩৬ রানে আউট করে দিনের শেষ উইকেট তুলে নেন আগা সালমান। তাঁর উইকেট নেওয়ার পরপরই বৃষ্টি নামে গলে। পরে আর খেলা হয়নি। প্রথম দিন শেষে ধনঞ্জয়ার অপরাজিত ৯৪ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২৪২ রান। অপরাজিত ইনিংসটি তিনি সাজিয়েছেন ১০ চার ও ৩ ছক্কায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক