হোম > খেলা > ক্রিকেট

শাহীনের তোপ সামলে সেঞ্চুরির অপেক্ষায় ধনঞ্জয়া

বেরসিক বৃষ্টি বাগড়া না দিলে হয়তো আজই সেঞ্চুরিটা পেয়ে যেতেন ধনঞ্জয়া ডি সিলভা। প্রাকৃতিক দুর্যোগে কারও কিছু করার না থাকায় শ্রীলঙ্কান ব্যাটারকে ক্যারিয়ারের ১০ তম সেঞ্চুরির জন্য অপেক্ষাই করতে হচ্ছে।

ধনঞ্জয়াকে করতে হলেও শাহিন শাহ আফ্রিদিকে আর অপেক্ষা করতে হচ্ছে না। চোটের কারণে দীর্ঘ এক বছর টেস্ট ক্রিকেট থেকে বাইরে ছিলেন পাকিস্তানি পেসার। এতে করে তাঁর উইকেটের সেঞ্চুরিও আটকে গিয়েছিল। গল টেস্টেই চোটে পড়েছিলেন তিনি।

আজ সেই গলে অপেক্ষা ফুরালেন শাহিন। নিশান মাদুশকাকে উইকেটের পেছনে সরফরাজ আহমেদের ক্যাচ বানিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন তিনি। শততম উইকেট নেওয়ার পরে আরও দুই উইকেট নিয়েছেন পাকিস্তানি পেসার। তাঁর বোলিং তোপে এক সময় ৫৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। সেখান থেকে ধনঞ্জয়াকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামলান অ্যাঞ্জেলো ম্যাথুস। পঞ্চম উইকেটে ১৩১ রান যোগ করেন দুজনে।

৬৪ রানে ম্যাথুস ফিরে গেলে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করেন ধনঞ্জয়া। সামারাবিক্রমাকে ৩৬ রানে আউট করে দিনের শেষ উইকেট তুলে নেন আগা সালমান। তাঁর উইকেট নেওয়ার পরপরই বৃষ্টি নামে গলে। পরে আর খেলা হয়নি। প্রথম দিন শেষে ধনঞ্জয়ার অপরাজিত ৯৪ রানের ইনিংসে ভর করে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ উইকেটে ২৪২ রান। অপরাজিত ইনিংসটি তিনি সাজিয়েছেন ১০ চার ও ৩ ছক্কায়।

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ