হোম > খেলা > ক্রিকেট

অজানা এক অপরাধে আইপিএলে কঠোর শাস্তি পেলেন ম্যাক্সওয়েল

ক্রীড়া ডেস্ক    

কড়া শাস্তি পেলেন গ্লেন ম্যাক্সওয়েল। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টির মারদাঙ্গা ক্রিকেটে অভ্যস্ত গ্লেন ম্যাক্সওয়েল ব্যাটিংটাই যেন ভুলে গিয়েছেন। এবারের আইপিএলে তিন ইনিংস ব্যাটিং করে দুই অঙ্ক পেরোতে পেরেছেন কেবল একবার। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার এবার পেয়েছেন কড়া শাস্তি।

মুল্লানপুরে গতকাল চেন্নাই সুপার কিংস-পাঞ্জাব কিংস ম্যাচ শেষে ম্যাক্সওয়েলর বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। পাঞ্জাবের হয়ে খেলা ম্যাক্সওয়েলকে কোন অপরাধে শাস্তি দেওয়া হয়েছে, সেটা আইপিএল কর্তৃপক্ষ না জানালেও ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি দেওয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার দোষ স্বীকার করেছেন বলে আইপিএলের এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আচরণবিধির এক নম্বর ধারার অধীনে ২.২ অনুচ্ছেদ ভাঙার অভিযোগে ম্যাক্সওয়েলকে এমন কড়া শাস্তি দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়মের ২.২ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘স্বাভাবিক এবং ক্রিকেটীয় কার্যকলাপের বাইরে যে কোনো কাজ, যেমন ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে উইকেটে আঘাত করা বা লাথি দেওয়া, বিজ্ঞাপন বোর্ড, সীমানার দড়ি ও ড্রেসিংরুমের জিনিসপত্র ক্ষতি করলে এমন শাস্তির বিধান রয়েছে।’

টস জিতে গতকাল প্রথমে ব্যাটিং নিয়ে পাঞ্জাব কিংস করেছে ২০ ওভারে ৬ উইকেটে ২১৯ রান। ৩৯ বলে সেঞ্চুরি করে আইপিএল ইতিহাসে চতুর্থ দ্রুততম সেঞ্চুরির কীর্তি গড়েন পাঞ্জাবের বাঁহাতি ব্যাটার প্রিয়াংশ আর্য্য। জবাবে ২০ ওভারে ৫ উইকেটে ২০১ রানে আটকে যায় চেন্নাই সুপার কিংস। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন আর্য্য। এবারই তিনি প্রথমবার আইপিএল খেলছেন। চার ম্যাচে ৭৫ বলে ১৫৮ রান করেছেন। স্ট্রাইকরেট ২১০.৬৭। আর আর্য্যর সতীর্থ ম্যাক্সওয়েল ৩ ইনিংসে করেছেন ৩১ রান। একটা ডাকও রয়েছে ম্যাক্সওয়েলের এবার। বোলিংয়ে ৮.১২ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট।

বিপজ্জনক বোলিংয়ে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের সেই ঘটনা মনে করিয়ে দিলেন আফ্রিদি

বর্তমান ক্রিকেটারদের আগ্রাসনের অভাব দেখছেন শোয়েব

আফগানদের বিদায়ে সেমিফাইনালে বাংলাদেশ-শ্রীলঙ্কা

প্রস্তাব পেলে কি বিসিবিতে কাজ করবেন শোয়েব আখতার

শোয়েব আখতার বলছেন, তাসকিন আমার রেকর্ড ভেঙে দিক

পিএসএল শুরুর দিনক্ষণ চূড়ান্ত, পেছাচ্ছে পাকিস্তানের বাংলাদেশ সফর

বন্ডাই বিচে হামলার পর অ্যাশেজে নিরাপত্তা নিয়ে শঙ্কিত অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

নেপালকে বিধ্বস্ত করে সেমির আরও কাছে বাংলাদেশ

ভারতকে গুঁড়িয়ে আইসিসির সেরা হারমার

সেমিফাইনালের পথে বাংলাদেশ