হোম > খেলা > ক্রিকেট

বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সাকিবের চুক্তি মানছে না বিসিবি

সাকিব আল হাসান মাঠের ক্রিকেট না থাকলেও আলোচনায় আছেন গত কদিন ধরেই। ‘বেটউইনার নিউজ’ নামের একটি অনলাইন নিউজ পোর্টালের শুভেচ্ছাদূত হওয়ার পর থেকে এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা। এবার বিসিবি থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে, সাকিবের বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি তারা মানছে না। 

‘বেটউইনারের’ সঙ্গে সাকিবের সম্পৃক্ততা নিয়ে আজ সংবাদমাধ্যমের সামনে কথা বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুস। তিনি জানিয়েছেন, বিসিবির পক্ষ থেকে বিষয়টি তারা সাকিবকে জানিয়েছে। জালাল বলেন, ‘আমরা এটা মানছি না বলেই তাকে জানানো হয়েছে। সে আমাদের খেলোয়াড়, সেও বুঝবে। আর কেউইতো বিতর্কিত কিছুতে জড়াতে চায় না। জেনে হোক, না জেনে হোক কিংবা ভুলবশত আমরা তাকে এটা বলেছি...সমাধানের চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমাধান হবে।’ 

জালাল আরও জানিয়েছে, সাকিবের সঙ্গে তারা এই ইস্যুতে একবার যোগাযোগও করছেন। বিসিবিও চাচ্ছে বিষয়টি যত দ্রুত সমাধান করা যায়, ‘এটা নিয়ে আমরা তার সঙ্গে যোগাযোগে আছি। একবার তার সঙ্গে যোগাযোগ হয়েছে। এই বিষয়টা আমাদের সমাধান করা দরকার। সমস্যা সমাধানের জন্য আমরা তার সঙ্গে আলাপ করছি।’ 

ভারতকে একা হাতে শেষ করে দেওয়া কে এই সামির মিনহাজ

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন

এবারও পাকিস্তানের বোর্ডপ্রধানকে বর্জন করলেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

মিঠুনকে কেন অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

মোস্তারির ফিফটিতে উত্তরাঞ্চলের হ্যাটট্রিক জয়, হেরেই চলেছে পূর্বাঞ্চল

ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

১ ওভারে মোস্তাফিজের ৩ উইকেট, হলো না হ্যাটট্রিক

বিপিএলে রাজশাহীর উইকেটরক্ষক আসলে কে, মুশফিক নাকি আকবর

বিশ্ব রেকর্ড গড়া ব্যাটারকে বোকা বানালেন রিশাদ