হোম > খেলা > ক্রিকেট

তাসকিনের জোড়া শিকারের পর ২৪২ রানের লিড নিয়ে মধ্যাহ্নভোজে উইন্ডিজ

ক্রীড়া ডেস্ক    

তাসকিন আহমেদ। এএফপি ফাইল ছবি

দিনের শুরুতেই উইকেট পেতে পারতেন তাসকিন আহমেদ। ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভার করতে এসেই ফেরাতে পারতেন ক্রেইগ ব্রাথওয়েটকে। কিন্তু প্রথম স্লিপে উইন্ডিজ অধিনায়কের ক্যাচ ছাড়েন শাহাদাত হোসেন দিপু।

তবে তাসকিনকে উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ইনিংসের পঞ্চম ওভরের মিকাইল লুইসকে (৮) ফেরান বাংলাদেশি পেসার। তাতেই ভাঙে স্বাগতিকদের ২৫ রানের ওপেনিং জুটি। এরপর কেসি কার্টিকেও (৩) তুলে নেন তাসকিন।

ক্যারিবীয়দের রান স্কোর তখন—২/৩৫। তার সঙ্গে আর ৫ রান যোগ হতেই পেসার শরীফুল ইসলাম ফিরিয়ে দেন ওপেনার ব্রাথওয়েটকে (২৩)। এরপর অবশ্য আর উইকেট নিতে পারেননি সফরকারী বোলাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংস শুরু করে ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬১ রান করেছে উইন্ডিজ। ব্যাটিংয়ে আছেন কেভম হজ (১০) ও অ্যালিক আথানাজে (১৬)। স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ২৪২ রান।

১৮১ রানে পিছিয়ে থেকে আজ অ্যান্টিগায় চতুর্থ দিন ব্যাটিংয়ে নামার কথা বাংলাদেশ দলের। তবে ব্যাটিংয়ে নামে ক্যারিবীয়রা। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের মিডিয়া বিভাগ জানায়, গতকাল প্রথম ইনিংস ইনিংস ঘোষণা করেছেন মেহেদী হাসান মিরাজরা!

সফরকারীদের ইনিংস ঘোষণা দেখে অবাক হয়েছেন আতাহার আলী খান। ধারাভাষ্য কক্ষে বেশ অবাক কণ্ঠে তিনি বলেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।

সফরকারীরা তৃতীয় দিন পার করেছিল ৯ উইকেট ২৬৯ রান নিয়ে। ব্যাটিংয়ে ছিলেন তাসকিন (১১) ও শরীফুল (৫)। হয়তো সকালবেলার আর্দ্রতা ও কন্ডিশনকে কাজে লাগিয়ে ক্যারিবীয়দের দ্রুত উইকেট নেওয়ার পরিকল্পনা থেকে এই সিদ্ধান্ত নেয় সফরকারীরা। অ্যান্টিগার মন্থর উইকেটে রান তোলা বেশ কঠিন ব্যাটারদের। ক্যারিবীয়রা দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করতে পারবে না বুঝেই সকালে তাদের আবার ব্যাটিংয়ে পাঠানোর কৌশলই হয়তো নেয় বাংলাদেশ।

এর আগে আগে সিরিজের প্রথম টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উইন্ডিজ প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৪৫০ রান নিয়ে।

চট্টগ্রামের কাছে হেরে সবার আগে নোয়াখালীর বিদায়

বিপিএলের শেষে এসেই কেন অধিনায়ক বদলাল রংপুর

বিসিবির সঙ্গে কথা বলতে আসছে আইসিসির প্রতিনিধিদল, হতে পারে সমাধান

বিপিএলে সেরা বোলিংটা আজই করলেন শরীফুল

বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল আফগানিস্তান

রংপুরের অধিনায়কত্ব লিটনের কাছে কোনো ‘বোঝা’ নয়

বিপিএলের সূচি পরিবর্তনের ধকল যাবে ক্রিকেটারদের ওপর দিয়েই

ভারতকে হারালে সবচেয়ে বেশি খুশি হয় বাংলাদেশ, বলছেন মিরাজ

‘অপরিচিত নম্বর থেকে ক্রিকেটারদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে’

যখন বিয়ে করেছিলাম, সে রকম চাপ মনে হয়েছে: বিপিএল ইস্যুতে বিসিবি পরিচালক