কলম্বোয় শুরু হতে যাওয়া আইসিসির পরিচালনা পর্ষদের সভায় গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি হতে পারে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি। পাকিস্তানে গিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় না ভারত। তাদের ম্যাচগুলো পাকিস্তান থেকে অন্য কোথাও সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধও জানিয়ে রেখেছে তারা।
ভারত-পাকিস্তানের বৈরিতায় বিপাকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলও (এসিসি)। সবশেষ ২০২৩ এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত। তাদের আপত্তিতে অন্য দলগুলোর সমস্যা বাড়িয়ে হাইব্রিড মডেলে সেই টুর্নামেন্ট হয়েছিল পাকিস্তান ও শ্রীলঙ্কা দুই দেশ মিলিয়ে। এতে ভ্রমণে ঝক্কি, প্রতিকূল আবহাওয়া, পর্যাপ্ত অনুশীলনের অভাবসহ নানা সমস্যা উপলব্ধি করেছে সবাই।
বিসিবি সূত্রে জানা গেছে, এমন পরিস্থিতিতে এসিসি চায় না সামনের এশিয়া কাপ নিয়ে আর ঝামেলায় পড়তে। ভারত-পাকিস্তানে সামনের টুর্নামেন্ট দিতে চায় না তারা। চক্র অনুযায়ী ভারতই নাকি আয়োজক হওয়ার কথা ছিল, তবে সেটি নাকি আর হচ্ছে না। জানা গেছে, ২০২৫ এশিয়া কাপ আয়োজনে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট আয়োজনে তারা যথেষ্ট চেষ্টাও করছে। এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এ বিষয়ে।
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানালেন, বিষয়টি আলোচনার পর্যায়ে আছে, চূড়ান্ত কিছু নয়।
আগামী ১৯ থেকে ২২ জুলাই পর্যন্ত কলম্বোতে হবে আইসিসির বার্ষিক সম্মেলন। সেখানে এশিয়া কাপ নিয়ে আলোচনা হতে পারে এসিসির সদস্যদের মধ্যে।
এর আগে এশিয়া কাপে পাঁচটি টুর্নামেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ। সর্বশেষে ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত টানা তিনটি এশিয়া কাপ হয়েছিল বাংলাদেশে। গত ৮ বছরে এখানে এশিয়া কাপ আর হয়নি।