হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে বিদায় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পুঁজিটা মাত্র ১৩৫ রানের। আসরজুড়ে টানা জিতে চলা অস্ট্রেলিয়ার কাছে এ আর এমন কী! কিন্তু স্বল্প এই রানেই প্রায় অসাধ্য সাধনের স্বপ্ন দেখা শুরু করা বাংলাদেশের নারী ক্রিকেটারদের বিশ্বকাপ যাত্রা শেষ হলো ভবিষ্যতে ভালো করার বার্তা দিয়ে।

ওয়েলিংটনের বেসিন রিজার্ভের বৃষ্টিভেজা উইকেটে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচের পরিধি নেমে এসেছিল ৪৩ ওভারে। নিজেদের প্রথম বিশ্বকাপের শেষ ম্যাচটায় হয়তো খুব বেশি রান করতে পারেননি নিগার সুলতানারা, কিন্তু উপহার দিয়েছেন মনে রাখার মতো একটা ম্যাচ। বাংলাদেশের দেওয়া ছোট রান তাড়ায় নারীদের সেরা দল অস্ট্রেলিয়ার ব্যাটাররা কেঁপেছেন ব্যাটিংয়ে। বাংলাদেশের বোলিংয়ে ৭০ রানে ৫ উইকেট হারিয়ে অভিজ্ঞতার জোরেই শেষ পর্যন্ত অজি নারীরা ৩২.১ ওভারে ম্যাচ জিতেছে হাতে বাকি পাঁচ উইকেট রেখেই।

অস্ট্রেলিয়াকে যেমন কাঁপিয়েছেন সালমা-নাহিদারা, সুযোগ ছিল ম্যাচ জয়েরও। ষষ্ঠ উইকেটে অবিচ্ছেদ্য ৬৬ রানের জুটি গড়ে বাংলাদেশের হাত থেকে ম্যাচটা বের করে নিয়ে গেছেন বেথ মুনি-অ্যানাবেল সাদারল্যান্ড জুটি। অথচ উইকেটে এসেই বোলার রিতু মনিকে সরাসরি ক্যাচ দিয়েছিলেন তখন মাত্র ১ রান করা সাদারল্যান্ড। ক্যাচটা হাতে গলাতে পারলে ম্যাচের চিত্রটা অন্যরকমও হতে পারত, কিন্তু হয়নি। বেথ মুনিকে দারুণ সঙ্গ দিয়ে ফলটা নিগার সুলতানাদের হাত থেকে বের করে নিয়ে গেছেন সাদারল্যান্ড। ম্যাচ শেষ মুনির নামের পাশে রান অপরাজিত ৬৬, সাদারল্যান্ডের ২৬। 

বেসিন রিজার্ভের বৃষ্টিভেজা মাঠে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো একটা শুরু এনে দিয়েছিলেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও শারমিন আক্তার। ৪৮ বলে ৩৩ রানের জুটিটা ভাঙে ১২ রান করা মুর্শিদার বিদায়ে। আর তাতেই নামে ইনিংস ধস। নিয়মিত বিরতিতে পড়েছে উইকেট। ভাঙন ঠেকাতে উইকেটে খুঁটি গেড়ে বসলেন লতা মণ্ডল ও সাবেক অধিনায়ক সালমা খাতুন। ৬৩ বলে লতার ৩৩ আর ২৩ বলে সালমার ১৫ রানে ৬ উইকেটে ১৩৫ রান তোলে বাংলাদেশ। 

এই রান নিয়েই অস্ট্রেলিয়া বধের স্বপ্নটা ভালোই দেখাচ্ছিলেন সালমা। পরপর তিন ওভারে ফেরালেন দুই ওপেনারসহ তিন ব্যাটারকে। উইকেট শিকারে যোগ দিলেন নাহিদা, রুমানাও। দেখতে দেখতে র‍্যাঙ্কিংয়ের সেরা দল অস্ট্রেলিয়া ৭০ রানে হারাল টপ ও মিডল অর্ডারের পাঁচ ব্যাটারকে। সাদারল্যান্ডের ক্যাচটা যখন ছাড়লেন রিতুমনি, অস্ট্রেলিয়ার রান তখন ৮০। ম্যাচ জিততে লাগত আরও ৫৬ রান। ওই একটা ক্যাচই শেষ পর্যন্ত গড়ে দিল পার্থক্য। শেষটা রাঙানোর দারুণ সুযোগ নষ্ট করে বাংলাদেশের মেয়েদের বিশ্বকাপ শেষ হলো আফসোস নিয়ে।

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা

দেশের ক্রিকেটে ঐক্যের ডাক দিলেন ক্রীড়া উপদেষ্টা

বিপিএল কি তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ

বিদেশি লিগে বেশি খেলতে পারবেন না আফগান ক্রিকেটাররা