পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে নামেননি মুশফিকুর রহিম। তাঁর বদলি হিসেবে ফিল্ডিং করেছেন নাঈম হাসান। এই অভিজ্ঞ ক্রিকেটারের চোট কি তবে গুরুতর, পারবেন তো দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে?
মুশফিককে ফিল্ডিংয়ে না দেখে এমন চিন্তা ক্রিকেটপ্রেমীদের মধ্যে জেগে ওঠা স্বাভাবিক। যদিও বিসিবির সূত্রে জানা গেছে, মুশফিক খেলার জন্য ফিট আছেন। রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে ঐতিহাসিক জয়ের ম্যাচে খেলেছিলেন ১৯১ রানের অসাধারণ এক ইনিংস। হাতে তুলেছিলেন ম্যাচসেরা পুরস্কার।
দ্বিতীয় টেস্টে পাকিস্তানের প্রথম ইনিংসের ৫৩তম ওভারে ঘটে বিপত্তি। হাসান মাহমুদের ফুল লেংথ ডেলিভারি ড্রাইভ করলেন মোহাম্মদ রিজওয়ান। মিড অফে ডাইভ দিয়েছিলেন মুশফিক। বলের নাগাল পাননি, উল্টো আঘাত পেয়েছেন ডান কাঁধে। বল চলে যায় সীমানায়। কাঁধে হাত দিয়ে কিছু সময় মাটিতে শুয়ে থাকেন মুশফিক। দ্রুত ছুটে আসেন ফিজিও ও সতীর্থরা।
প্রাথমিক চিকিৎসার পরও অবস্থা সুবিধাজনক ছিল না মুশফিকের। মাঠ ছাড়েন বাঁহাত দিয়ে ডান কাঁধ চেপে ধরে। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমেছিলেন, কিন্তু সুবিধা করতে পারেননি। ৯ বলে ৩ রান করে ড্রেসিংরুমে ফেরেন মির হামজার দারুণ এক বলে। করা দশম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দেন মুশফিক।
দ্বিতীয় ইনিংসে ১৮৫ রানের লক্ষ্য তাড়ায় নেমেছে বাংলাদেশ। কোনো উইকেট না হারিয়ে এরই মধ্যে তাঁরা তুলেছেন ৪২ রান। জাকির হাসান ৩১, সাদমান ইসলাম ৯ রানে অপরাজিত আছেন। দারুণ শুরুর মধ্যেই আলোক স্বল্পতার কারণে হঠাৎ খেলা বন্ধ হয়ে যায়, এরপর নামে বৃষ্টি। ফিট মুশফিককে পাওয়া নিয়েও থাকছে শঙ্কা।