হোম > খেলা > ক্রিকেট

ইংল্যান্ড সিরিজে কোহলির নামের পাশে আরেকটি বিব্রতকর রেকর্ড

ব্যর্থতার বৃত্তে বন্দী বিরাট কোহলি। কোনো কিছুতেই এই বৃত্ত থেকে বেরোতে পারছেন না সাবেক ভারতীয় অধিনায়ক। ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজেও হাসেনি কোহলির ব্যাট। এই সিরিজে আরেকটি বিব্রতকর রেকর্ড সঙ্গী হয়েছে তাঁর। ৩ ম্যাচের এই সিরিজে কোহলি করেছেন যে কোনো ওয়ানডে সিরিজে তাঁর চতুর্থ সর্বনিম্ন রান।

গতকাল ম্যানচেস্টারে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দারুণ শুরু করেছিলেন কোহলি। ১৭ রানের ইনিংসে তিনটি বাউন্ডারি মেরেছিলেন তিনি। কিন্তু এরপরই রিস টপলর বলে জস বাটলারের হাতে ধরা পড়েন। ৩ ম্যাচে সব মিলিয়ে কোহলি রান করেছেন ৩৩। যা কোনো সিরিজে তাঁর চতুর্থ সর্বনিম্ন সংগ্রহ। ইংল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে সহ শেষ ৫ ম্যাচে কোহলির রান— ৮, ১৮, ০, ১৬, ১৭।

এর আগে ২০১২ সালে পাকিস্তান বিপক্ষে সিরিজে কোহলি করেছিলেন ১৩ রান। আর দ্বিতীয় সর্বনিম্ন ২৬ রান করেছিলেন এই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে। তার আগে ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকা সফরের ওয়ানডে সিরিজে কোহলির ব্যাট থেকে এসেছিল ৩১ রান। আর সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে করলেন ৩১ রান। এই সিরিজে কোহলি  ভালো করতে না পারলেও ভারত অবশ্য সিরিজ জিতেছে। শেষ ওয়ানডেতে ৫ উইকেটে জিতে ২-১ এ সিরিজ জিতে নিয়েছে সফরকারীরা।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’